আগরতলায় ১৭তম সরস মেলার উদ্বোধন শুক্রবার বিকেলে

0 0
Read Time:2 Minute, 4 Second

নিউজ ডেস্ক::শীতকাল মানেই মেলা-খেলা-অনুষ্ঠান।ত্রিপুরায়  শুরু হতে চলেছে একাধিক মেলা।সূত্রের খবর।

আগরতলা শহরাতলী হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে এবারও শুরু হতে চলেছে সরকারিভাবে আয়োজিত ১৭ তম আঞ্চলিক সরস মেলা। শুক্রবার বিকেলে ১৩ দিনব্যাপী এই ১৭ তম আঞ্চলিক সরস মেলার উদ্বোধন করবে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উপস্থিত থাকবেন ত্রিপুরার তথ্য সংস্কৃতি, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা সহ অন্যান্যরা। ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে স্বসহায়ক দলগুলি তাদের উৎপাদিত সামগ্রী বিক্রির উদ্দেশ্য নিয়ে সামিল হবেন আঞ্চলিক সরস মেলায়। আগরতলা হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণ ১৭ তম আঞ্চলিক সরস মেলার উদ্বোধনকে সামনে রেখে এখন চলছে জোরদার প্রস্তুতি।

১৮ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আগরতলা হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণ ১৭ তম আঞ্চলিক সরস মেলা চলবে। প্রতি ঘরে মাতৃশক্তি, হবে স্বরোজগারী। এই বার্তা নিয়ে আজ থেকে আগরতলা শহরতলী হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে শুরু হতে চলেছে ১৭ তম আঞ্চলিক সরস মেলা। রাজ্য বহি:রাজ্য থেকে অনেক লোকের সমাগম হবে এই আঞ্চলিক সরস মেলায়।
এই মেলার জন্য এলাকার মানুষ বেশ উৎফুল্ল।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!