Indplas 2022 এর আনুষ্ঠানিক উদ্বোধনে মন্ত্রী ফিরহাদ হাকিম।

0 0
Read Time:2 Minute, 8 Second

নিউজ ডেস্ক::চাকরির উপরে নির্ভর না করে ব্যবসার উপরে নজর দিক রাজ্যের বেকার যুবকরা, বললেন ফিরহাদ হাকিম।
শুধু চাকরির ভরসায় বসে থাকলে হবে না চাকরির উপরে নির্ভর না করে ব্যবসার উপরে নজর দিক রাজ্যের বেকার যুবকরা। বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের শেষে বেকার যুবকদের এই বার্তা দিলেন কলকাতার মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন ইন্ডিয়ান প্লাস্টিক গেড্রেশনের উদ্যোগে আয়োজিত Indplas 2022 এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন তিনি। এই অনুষ্ঠানে হাজির ছিলেন ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতরের সচিব রাজেশ সিনহা সহ ইন্ডিয়ান প্লাস্টিক ফেডারেশনের সদস্যরা।

মেয়র ফিরহাদ হাকিম জানান যে, ১৯৮২ সালে যখন তিনি একজন বেকার যুবক ছিলেন, তখন তিনি এই প্লাস্টিক শিল্পের সঙ্গে যুক্ত হয়ে নিজের কর্মসংস্থান সৃষ্টি করতে পেরেছিলেন। তাই তার পরামর্শ, বেকার না বসে থেকে চাকরির জন্য নির্ভর না হয়ে এই শিল্পর সঙ্গে যুক্ত হন। অনুষ্ঠান চলাকালীন তিনি প্লাস্টিক শিল্পর সঙ্গে মানুষদের উৎসাহিত করতে গিয়ে বলেন যে তারা ভীতু। তারা চাকরি দিকে যায়, আর যাদের বুক ৭২ ইঞ্চির তারা ব্যবসা করেন। এদিন Indplas 2022 এর বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন এবং ঘুরেও দেখেন কলকাতা পৌর সংস্থার মেয়র তথা পৌর ও নগর উন্নয়ন দফতরের মন্ত্রী ফিরাদ হাকিম।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!