‘প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠক হচ্ছে না’, বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

0 0
Read Time:4 Minute, 23 Second

নিউজ ডেস্ক::৫ দিনের দিল্লি সফরে রওনা হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি রওনা হওয়ার আগে তিনি সাংবাদিকদের তিনি বলেন, তাঁর দিল্লি সফর হলেই বিরোধীরা না অজুহাতে আক্রমণ করতে শুরু করে। এবারও তা নিয়ে শুরু হয়েছিল জল্পনা। সেই জল্পনার অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন এবারে দিল্লি সফরে আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর কোনও বৈঠক নেই। গতবার প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে একান্তে বৈঠক নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়েছিল। এবারও জল্পনা শুরু হয়ে গিয়েছিল।

আজ ফের ৫ দিনের দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই নিয়ে শুরু হয়েছিল জল্পনা। প্রধানমন্ত্রী মোদীর উপস্থিতিতে জি-২০ বৈঠকে যোগ দেবেন তিনি। দিল্লিতে মুখ্যমন্ত্রী হিসেবে নয়, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো হিসেবেই তিনি বৈঠকে যোগ দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরে রয়েছে একাধিক কর্মসূচি। আজমেঢ় শরিফ যাওয়ার কথা রয়েছে তাঁর। সেই সঙ্গে বৈঠক করার কথা রয়েছে দলের সাংসদদের সঙ্গেও।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে সেটিং করতে যাচ্ছেন বলে জল্পনা শুরু হয়েছিল। বিরোধীরা এই নিয়ে সরব হয়েছিলেন। কারন এর আগে অগাস্ট মাসে দিল্লিতে গিয়ে বৈঠক করে এসেছিলেন তিনি। সেসময় হলুদ রঙের গোলাপ এবং বাংলার মিষ্টি সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা। এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডি-সিবিআই তৎপরাত রাশ টানতেই মোদীর সঙ্গে সেটিং করতে গিয়েছিলেন বলে দাবি করেছিলেন বিরোধীরা। এবারও সেরকম একটা কিছু হতে পারে বলে জল্পনা শুরু হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই জানিয়ে দিয়েছেন তিনি এবার একান্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করছেন না।

আজ জলপাইগুড়ির বানারহাটে একটি গাড়ি থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। গাড়ির চাকার মধ্যে লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল টাকাগুলি। বিহারের নম্বর প্লেট লাগানো গাড়িটি যাচ্ছিল আলিপুরদুয়ারের দিকে। নাকা তল্লাশির সময় পুলিশ তাঁদের গ্রেফতার করে। তারপরেই এই বিপুল পরিমাণ টাকার হদিশ পায় পুলিশ। সূত্রের খবর অসমের দিকে যাচ্ছিল গাড়িটি। এই ঘটনা জানার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাদ্যায় বলেছেন হাওয়ালার মধ্যে টাকা পাচার করছে বিজেপি। এর আগেও রাজ্যে ঝাড়খণ্ডের তিন বিধায়কের গাড়ি থেকে কোটি টাকা উদ্ধার করা হয়েছিল।

মুখ্যমন্ত্রীর আজমেঢ় শরিফ সফরকে একেবারেই ভাল চোখে দেখছে না বিজেপি। তাঁরা অভিযোগ করেছেন সংখ্যা লঘু ভোটের কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় আজমেঢ় শরিফ যাচ্ছেন। এই নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়েছে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সব জল্পনা উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন বিজেপি ইচ্ছে করে এই সব করছে। আসলে তারা ধর্ম নিয়ে রাজনীতি করে। পশ্চিমবঙ্গে সম্প্রীতির মধ্যে তিনি বিভেদ তৈরি করতে চাইছে বিজেপি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!