সংবাদমাধ্যমে প্রকাশিত ভিত্তিহীন খবরে বিরক্ত পেলের মেয়ে-বোন

0 0
Read Time:5 Minute, 0 Second

নিউজ ডেস্ক::পেলেকে নিয়ে বিভিন্ন রকম খবর প্রকাশিত হচ্ছে সংবাদমাধ্যমে। কিছু কিছু সংবাদমাধ্যম খবর করেছে পেলে নাকি জীবনের শেষ লগ্নে দাঁড়িয়ে এবং অন্তিম কালের সেবা নিচ্ছেন তিনি। আবার কিছু সংবাদমাধ্যম লিখেছে, পেলের শরীরে কেমোথেরাপি কাজ করছে না। এই সকল খবর সত্যি নয়, পেলে ভাল রয়েছেন এবং তাঁকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী তাঁর মেয়ে।

ব্রাজিলের ফুটবল আইকনের কন্যা রবিবার পেলের অনুগামীদের জানিয়েছেন, তাঁর বাবার শরীরী অবস্থা ভয় পাওয়ার মতো সিরিয়াস নয়। ইনফেকশন কেটে যাওয়ার পর তাঁরা নিশ্চিত তাঁকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবেন তাঁরা। সেপ্টেম্বর ২০২১ সালে প্রথম বার পেলের কোলন ক্যান্সার ধরা পড়ে। তার পর থেকেই নিয়মিত হাসপাতালে চিকিৎসার জন্য আসা-যাওয়া লেগে রয়েছে ব্রাজিলের কিংবদন্তির এ বার চিকিৎসার জন্য তিনি ভর্তি হন মঙ্গলবার। কেলি আরান্তেস নাসিমেন্টো টিভি চ্যানেল গ্লোবো’কে বলেছেন, ‘উনি অসুস্থ, ওনার বয়স হয়েছে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ফুসফুসের সংক্রমণের কারণে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। যনি ওনার শরীরী অবস্থার আরও উন্নতি হবে, ওনাকে ঘরে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে।’

তিনি আরও বলেছেন, ‘আমরা হাসপাতালেই তাঁকে বিদায় জানাব না।’ বর্তমানে যে অসুস্থতার কারণে পেলে হাসপাতালে ভর্তি হয়েছেন তা কোভিড-১৯-এর কারণেই হয়েছে। তিন সপ্তাহ আগে কোভিডে আক্রান্ত হন পেলে। পেলের বোন ফ্লাভিয়া আরান্তেস নাসিমেন্টো সংবাদমাধ্যমে প্রকাশিত একাধিক খবরের তীব্র সমালোচনা করেছেন। ফ্লোহা ডি এস,পাওলো এবং ইএসপিএল ব্রাজিল জানিয়েছিল, পেলের শরীরে কেমোথেরাপি কাজ করছে না। পেলের মেয়ে জানিয়েছেন, তাঁর বাবাকে আইসিইউ-তে রাখা হয়নি, তিনি সাধারণ ওয়ার্ডে রয়েছেন এবং পরিবার ক্লান্ত, ‘অসংখ্য কন্ডোলেন্স ম্যানেজ পেয়ে।’ ক্যান্সারের যে চিকিৎসা চলছে তাঁর তাতে ফল হচ্ছে। তিনি বলেছেন, ‘এটা একেবারেই ঠিক হচ্ছে না যেখানে বলা হচ্ছে তিনি শেষ পর্যায়ে রয়েছেন। আমাদের বিশ্বাস করুন, এটা তেমনটা নয়।’

রবিবার পেলের অসংখ্য ভক্ত সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালের বাইরে একত্রিত হন। এই হাসপাতালেই রয়েছেন পেলে। সেখানে শতাধিক ভক্ত বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম সেরা নক্ষত্রের দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনা করেন। তাঁর এক ভক্ত মার্কোস বিসপো ডস স্যান্টোস সংবাদ সংস্থা এএফপি-কে বলেছেন, ‘আমরা স্পিরিচ্যুয়াল ফোর্স। স্পোর্টিং আইকন জীবনের অন্যতম কঠিন লড়াই লড়ছেন’ এবং তাঁর জন্য তাঁরা প্রার্থনা করছেন।

শনিবার ইনস্টাগ্রামে পোস্ট করে পেলে জানিয়েছেন, তিনি মানসিক ভাবে শক্ত রয়েছেন। ৮২ বছর বয়সী ফুটবল আইকন ইনস্টাগ্রামে লিখেছেন, ‘বন্ধুরা আমি প্রত্যেককে শান্ত এবং ইতিবাচক রাখতে চাই। আমার মধ্যে আশা রয়েছে এবং মানসিক ভাবে আমি শক্ত রয়েছি, যথারীতি আমার চিকিৎসা চলছে।’ পাশাপাশি তিনি আরও লিখেছেন, ‘পুরো মেডিক্যাল টিম এবং নার্সিং টিমকে ধন্যবাদ জানাতে চাই আমার প্রতি তাঁদের সেবার জন্য। ভগবানের উপর আমার অনেক আস্থা রয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভালবাসায় ভরা প্রতিটা বার্তা আমায় সতেজ রাখছে, এ ছাড়া ব্রাজিলের খেলাও বিশ্বকাপে দেখছি। সব কিছুর জন্য আপনাদের ধন্যবাদ।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!