দেশের পাইকারি মুদ্রাস্ফীতি নভেম্বরে নামল ৫.৮৫ শতাংশে

0 0
Read Time:4 Minute, 34 Second

নিউজ ডেস্ক::দেশের খুচরো মূল্যস্ফীতি কয়েকদিন আগেই ১১ মাসের সর্বনিম্ন হয়েছে। তারপর পাইকারি মূল্যস্ফীতি নভেম্বরে নামল ৫.৮৫ শতাংশে। সম্প্রতি সরকারি তথ্য যে পরিসংখ্যান সামনে এসেছে, পাইকারি মূল্যস্ফীতিও নিম্নমুখী হয়েছে।

অক্টোবরে ভারতের পাইকারি মূল্যসূচক ছিল৮.৩৯ শতাংশ। সেপ্টেম্বরে ছিল ১০.৫৫ শতাংশ। বাণিজ্য ও শিল্প মন্ত্রকের ডাটা দেখায় সেই মূল্যসূচক অক্টোবরে ৬ শতাংশের নীচে নেমে গিয়েছে। নভেম্বরে তা হয়েছে ৫.৮৫ শতাংশ। এই সূচক ২১ মাসের সর্বনিম্ন।

ডব্লুপিআই টানা দ্বীতিয় মাসে ডাবল ডিজিটেন নীচে নামল। তার আগে ২০২১-এর এপ্রিল মাস থেকে ২০২২-এর সেপ্টেম্বর মাস পর্যন্ত টানা ১৮ মাস ডব্লুপিআই মুদ্রাস্ফীতি দ্বি-অঙ্কের উপরে ছিল। ২০২১ সালের ফেব্রুয়ারি পাইকারি মূল্যস্ফীতি ছিল সর্বনিম্ন ৪.৮৩ শতাংশ। আর ২০২১ সালের নভেম্বর মাসে তা ছিল সর্বোচ্ছ ১৪.৮৭ শতাংশ।

২০২২-এর নভেম্বরে মূল্যস্ফীতির হার হ্রাসের নেপথ্য কারণ হিসেবে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই মাসে খাদ্য সামগ্রী, মৌলিক ধাতু, টেক্সটাইল, রাসায়নিক ও রাসায়নিক পণ্য এবং কাগজ ও কাগজের পণ্যেকর দাম আগের বছরের একই মাসের তুলনায় কম ছিল।
এখানে উল্লেখ্য, ভারতের খুচরা মুল্যস্ফীতিও নভেম্বরে এক ধাক্কায় অনেকটাই নেমে গিয়েছে। কনডিউমার্স প্রাইস ইনডেক্স বা সিপিআই রিপোর্টে জানানো হয়েছে, এই মুল্যস্ফীতি ১১ মাসের সর্বনিম্ন। কনজিউমার প্রাইস ইনডেক্স দ্বারা পরিমাপিত খুচরো মূল্যস্ফীতি নভেম্বরে নেমে আসে ৫.৮৮ শতাংশে। সেইসঙ্গে ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের পরিপ্রেক্ষিতে অক্টোবরে ৪ শতাংশ সঙ্কুচিত হয়েছে।

ভারতের খুচরো মূল্যস্ফীতি অক্টোবরে ৬.৭৭ শতাশ ছিল। নভেম্বরে তা নেমে আসে ৫.৮৮ শতাংশে। পৃথকভাবে ভারতের ফ্যাক্টরি আউটপুট ইনডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের মাধ্যমে পরিমাপ করে দেখা গিয়েছে অক্টোবরে চার শতাংশ সংকোচন হয়েছে। পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের দ্বারা প্রকাশিত দুটি পৃথক তথ্য সোমবার প্রকাশিত হয়।

খুচরো মুদ্রাস্ফীতি ২০২১ সালের ডিসেম্বরের পর থেকে সর্বনিম্ন স্তরে চলে এসেছে। সিপিআই ২০২২ সালের ক্যালেন্ডার বছরে প্রথমবারের মতো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ঊর্ধ্ব মার্জিনে ৬ শতাংশের নীচে এসেছে। সরকার কেন্দ্রীয় ব্যাঙ্ককে বাধ্যতামূলক করেছে ২০২৬ সালের মার্চে শেষ হওয়া পাঁচ বছরের মেয়াদে উভয় দিকে ২ শতাংশের মার্জিন-সহ খুচরো মুল্যস্ফীতি ৪ শতাংশে বজায় রাখা।

সিপিআই ডেটা কেন্দ্রীয় ব্যাঙ্ক তার দ্বি-মাসিক মুদ্রানীতি তৈরি করার সময় ফ্যাক্টর করে। গত সপ্তাহে মনিটারি পলিসি কমিটি এমপিসি রেপো রেট ৩৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৬.২৫ শতাংশ করেছে। এ আর্থিক বছরে এখন পর্যন্ত এমপিসি ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য মূল সুদের হার ২২৫ বিপিএস বাড়িয়েছে। এদিকে পাইকারি মুদ্রাস্ফীতির হার ১৮ মাস পর এক ডিজিটে নেমেছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!