প্রথম দফার প্রাথমিক টেটের ইন্টারভিউ এর তারিখ প্রকাশ করল পর্ষদ

0 0
Read Time:2 Minute, 11 Second

নিউজ ডেস্ক :২০১৪এবং ২০১৭সালের প্রাথমিকের শিক্ষক পদে যোগ্যতা নির্ধারক উত্তীর্ণদের জন্য প্রথম দফার ইন্টারভিউ প্রক্রিয়ার দিনক্ষণ ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিজ্ঞপ্তি করে পর্ষদ জানিয়েছে এবার কলকাতায় ইন্টারভিউ হবে। ইন্টারভিউ এর জায়গায় হিসেবে যারা প্রথম দফায় কলকাতা বেছে নিয়েছিলেন, আগামী ২৭শে ডিসেম্বর ইন্টারভিউ এর জন্য ডাকা হবে।

পর্ষদ জানিয়েছে, ইন্টারভিউ এর জন্য কখন, কোথায় আসতে হবে প্রার্থীদের, তা তাদের মেল করে জানানো হবে। প্রাথমিক শিক্ষক নিয়োগের পোর্টালে কল লেটার ডাউনলোড করা যাবে। এবার ইন্টারভিউ এর স্বচ্ছতা বজায় রাখতে গোটা প্রক্রিয়া ভিডিওগ্রাফি করার সিদ্ধান্ত নেও য়া হয়েছে পর্ষদের পক্ষ থেকে।

কি কি নথি প্রার্থীদের আনতে হবে? পর্ষদ জানিয়েছে, চাকরি প্রার্থীদের টে টের এডমিট কার্ড, টে টের উত্তীর্ণ হওয়া নথি, মাধ্যমিকের এডমিট কার্ড, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, বিএড অথবা ডি এল এড এর মার্কশিট, স্নাতক পাসের মার্কশিট, জাতিগত শংসাপত্র, ভোটার বা আধার কার্ড এবং একটি পাসপোর্ট সাইজ ফটো।

শিক্ষা কর্মী কমিটি নেতা স্বপন মন্ডল বলেন,” সরকার চাইলে সব ধরনের দুর্নীতিরই রুখতে পারে। কিন্তু অতীতে দেখা গিয়েছে, শিক্ষক নিয়োগে প্রায় সব ক্ষেত্রেই দুর্নীতি হয়েছে। শুধু নিয়মে করাকরির কথা বললেই হবে না। তা পালন করেও দেখাতে হবে। এর জন্য সরকারের সদিচ্ছা প্রয়োজন।”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!