‘২০২৪ এ কাঁথি ও তমলুক মোদিজিকে উপহার দেব’ – শুভেন্দু

0 0
Read Time:2 Minute, 24 Second

নিউজ ডেস্কঃ শুভেন্দু অধিকারীর বিরাট জনসভা করেন কাঁথিতে।বক্তৃতার প্রথম থেকেই তিনি ছিলেন আক্রমণাত্মক। তৃণমূলের হাইকম্যান্ডের বিরুদ্ধে তোপ দেগে শুভেন্দু অধিকারী বলেন, আমি বিজেপিতে যোগদান করেছি ২০২০ সালের ১৯ ডিসেম্বর। তারপর পিসি বলল আমি ৪ জানুয়ারি নন্দীগ্রাম যাবো। কিন্তু এলেন না, এলেন ১৮ জানুয়ারি। তারপর বললেন, নন্দীগ্রাম আমার মেজো বোন। মেজো বোনের কী হয়েছে সেটা তো সবাই দেখেছেন। সেখানে এক নয় পাঁচ ছয়। অর্থাৎ ১৯৫৬ ভোটে হার মানতে হয়েছে পিসিকে। বার বার করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ‘পিসি’ বলে তিনি সম্বোধন করেন।এই ভাষা কিন্তু বাংলার সংস্কৃতির সঙ্গে খাপ খায়না বলেই নাগরিক মহল মনে করেন।

প্রসঙ্গত স্মরণীয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কাঁথিতে শুভেন্দুর উদ্দেশ্যে এক সভায় বলেছিলেন, ‘তোর বাপকে ডাক’। সেই প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন,তারপর কী রেজাল্ট হল, তাও দেখেছেন! কাঁথি উত্তর, কাঁথি দক্ষিণ, ময়না, ভগবানপুর, হলদিয়া, খেজুরি, নন্দীগ্রাম- সব জিতেছি আমরা। এবার আমরা, ২০২৪-এ কাঁথি ও তমলুক লোকসভা নরেন্দ্র মোদীকে উপহার দেবো। শুভেন্দু বলেন, ভোট দিতে পারলে বিজেপি একা থাকবে। তৃণমূলের দেখা মিলবে না।বিজেপিকে জেতালেই মিলবে আবাস যোজনার টাকা। তিনি শুধু ২০২৪-এর নয়, ২০২৩-এর পঞ্চায়েত ভোটে বিজেপিকে জয়ী করার আহ্বান জানান। টোপ দেন আবাস যোজনার। ২০২৩-এ বিজেপিকে জেতালেই আবাস যোজনা পাবেন আপনারা।এই বক্তব্যের প্রেক্ষিতে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেন, ‘সেই প্রতিশ্রুতি সমানে চলেছে।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!