ঝড় তুলতে পারেন এই তরুণ, অনুমান প্রাক্তন তারকার

0 0
Read Time:3 Minute, 16 Second

নিউজ ডেস্কঃ আইপিএল নিলাম শুরু হতে মাত্র আর কিছু সময়েরই অপেক্ষা। তার আগে মিঃ আইপিএল সুরেশ রায়না জানিয়ে দিলেন কাদের নিয়ে জমে উঠবে কেনা-বেচা। আইপিএল-এর সঙ্গে দীর্ঘ দিন ধরে যুক্ত সুরেশ রায়না। চেন্নাই সুপার কিংস-এ মহেন্দ্র সিং ধোনির যতটা গুরুত্ব, তার থেকে খুব একটা কম গুরুত্ব ছিল না সুরেশের। তবে, পেশাদার ক্রিকেটকে বিদায় জানিয়ে তিনি এখন বিশেষজ্ঞের ভূমিকায়।

সুরেশ রায়না মনে করেন ভারতীয়দের মধ্যে এ বারের আইপিএল-এ জয়দেব উনাদকট এবং নারায়ণ জদগীশন এ বার মার্কেট কাঁপাতে পারেন। এই দুই ভারতীয় ক্রিকেটারের ঘরোয়া মরসুম ভাল কেটেছে। ৩.৩৩ ইকোনমি রেটে উনাদকট ১০ ম্যাচে ১৯টি উইকেট সংগ্রহ করেছেন। একই সময় জগদীশন টানা পাঁচটি শতরান করেছেন তামিলনাডুর হয়ে। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে রেকর্ড ব্রেকিং ২৭৭ রান করেন তিনি।

জিও সিনেমায় আইপিএল-এর আগে আয়োজিত প্রি-অকশন শো-এ রায়না বলেছেন, “জয়দেব উনাদকট সদ্যই বিজয় হাজারে ট্রফি জিতেছে। আইপিএল খেলার বিশাল অভিজ্ঞতা ওর রয়েছে। এন জগদীশনেরও খুব ভাল ক্রিকেটীয় মাথা রয়েছে এবং ব্যাটিং অর্ডারের মাঝামাঝিও ও খেলতে পারে। ও তামিলনাডুর হয়ে সত্যিই ভাল পারফর্ম করেছে, ওর দিকে নজর রাখতে হবে।”

আয়ারল্যান্ডের ক্রিকেটার জোসুয়া লিটলের দিকেও ক্রিকেটপ্রেমীদের নজর রাখতে বলেছেন রায়না। টি ২০ বিশ্বকাপে দারুণ ছন্দে ছিলেন লিটল। ৭ ম্যাচে ১১ উইকেট সংগ্রহ করেছেন তিনি। তিনি বলেছেন, “স্যাম কুরান সত্যিই ভাল পারফর্ম করেছে ইংল্যান্ডের জন্য এবং চেন্নাই সুপার কিংসের জন্য। বেন স্টোকসও রয়েছে যে দারুণ ভাবে নেতৃত্ব দিচ্ছে ইংল্যান্ডকে। ফলে দলে যদি বিশ্বমানের অলরাউন্ডার থাকে তা হলে যে কোনও দলই খেলার গতিপ্রকৃতি বদলে দিতে পারে। আয়ারল্যান্ডের জোসুয়া লিটলের দিকেও নজর রাখুন। সদ্যই বিশ্বকাপে দারুণ পারফর্ম করেছে ও। আমিও কিছু দিন আগে খেলেছি ওর সঙ্গে।” মোট ৪০৫ জন ক্রিকেটারের নিলাম হবে ২৩ ডিসেম্বর (শুক্রবার) যার মধ্যে রয়েছ্ন ২৭৩ জন ভারতীয় এবং ১৩২ জন বিদেশি। কোচিতে আয়োজিত হতে চলেছে এই নিলাম প্রক্রিয়া।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!