মেট্রোর জমিতে অবৈধ পার্কিং অবাঙালীদের – প্রতিরোধে বাংলাপক্ষ

0 0
Read Time:3 Minute, 20 Second

নিউজ ডেস্ক::২৪ ডিসেম্বর বরানগর মেট্রো স্টেশনের বাইরে অবৈধ পার্কিং ফিস নিয়ে পার্কিং করাকে কেন্দ্র করে সমস্যার সূত্রপাত। ‘বাংলাপক্ষ’ এর উত্তর ২৪ পরগনার সদ্যরা দ্রুত চলে আসায় সেই হিন্দিভাষী যুবকেরা পালিয়ে যান। তারপরে ২৫ ডিসেম্বর তারা ওখানে একটা পথসভা করেন। পথসভা চলাকালীন উপস্থিত আরপিএফ কর্মীর সাথে বাংলা পক্ষের সহযোদ্ধারা কথা বলেন এবং গতকাল স্টেশন ম্যানেজারের সাথেও কথা বলা হয় কিন্তু কোনো পক্ষই কোনো সুদুত্তর দিতে পারেননি বলে সংগঠনের তরফে জানানো হয়। উপরন্তু আজ এক মেট্রো আধিকারিক বাংলা পক্ষের সাথে ফোনে যোগাযোগ করলে জানা যায় মেট্রোর তরফে কোনো পার্কিং বসানো হয়েছে কিনা তাদের কাছে কোনো খবর নেই।

যদিও এদিনের সভা থেকে বাংলাপক্ষ পরিষ্কার জানিয়ে দেয় মেট্রো বা আর পি এফ তাদের জায়গায় পেইড পার্কিং বসালে বাংলাপক্ষের কোনো আপত্তি নেই কিন্তু টেন্ডার কেবলমাত্র বাঙালী বা বাংলা ভূমিপুত্র দেরই দিতে হবে ও কোনোভাবেই কোনো বহিরাগতদের এই টেন্ডার দেওয়া যাবে না। এ প্রসঙ্গে বাংলাপক্ষের তরফে জানানো হয়, গতকাল এক ব্যক্তি টেবিল-চেয়ার পেতে বসে পার্কিংয়ের টাকা তুলছিল। তার কাছ থেকে বাংলাপক্ষ জানতে চায় যে পার্কিংয়ের টাকা কে নিচ্ছে? তিনি বাংলা জানেন না তাই বাংলা বলবেন না বলেন এবং বোঝেন যে রেল পার্কিংয়ের এই টাকা তুলছে। অথচ যে স্লিপের মাধ্যমে পার্কিংয়ের টাকা তুলছিল তাতে রেলের কোনো নং বা স্ট্যাম্প নেই বলে জানা যায়। সেই ভুয়ো স্লিপটি বাংলা পক্ষ সংগ্ৰহ করেন। যদিও আজ পথসভা চলাকালীন সেই পার্কিংয়ের টাকা আদায়কারী ব্যক্তিকে আর দেখা যায়নি।

সভা থেকে বাংলাপক্ষের স্পষ্ট দাবি শুধু বরাহনগর নয় বাংলার নানা প্রান্তে রেলের বহিরাগত কর্মী, আরপিএফ কে হাত করে দেশোয়ালি ভাইরা এভাবেই টাকা তুলছে। তাই যতো জায়গায় বহিরাগত দের দ্বারা অবৈধভাবে পার্কিংয়ের টাকা তোলা হয়, কঠোর আইন প্রয়োগ করে তা সব বন্ধ করতে হবে। দরকারে বাংলা পক্ষ এইসব অবৈধ গাড়ী পার্কিং ব্যবসার বহিরাগত চক্র চিহ্নিত করে প্রশাসনের নজরে আনতে সহায়তা করবেন। এ বিষয়ে এখনো রেলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!