ইডেনের শিশির ও কুয়াশা নিয়ে চিন্তা সকলের

0 0
Read Time:1 Minute, 43 Second

নিউজ ডেস্ক : ইন্ডিয়া বনাম শ্রীলঙ্কা এর দ্বিতীয় ওয়ানডে ম্যাচ আয়োজিত হতে চলেছে ইডেনে । বৃহস্পতিবার ১২ ই জানুয়ারি হতে চলেছে এই খেলা ।

ইন্ডিয়া , শ্রীলঙ্কা দলকে স্বাগত জানানো হবে ‘ স্পোটিং উইকেটে ‘ । এতে ব্যাটিং দল ও বোলিং দল উভয়ই সাহায্য পাবে । সোমবার পর্যন্ত ইডেনের পিচ ছিলো ঘাসে পূর্ণ। কিন্তু ইডেনের পিচ প্রস্তুতকারক সুজন মুখোপাধ্যায় এর কথা অনুযায়ী , ম্যাচের আগে ইডেনের ঘাস কিছুটা রেখে বাকিটা কেটে ফেলা হবে ।

কিন্তু দুই দলের কাছেই ইডেনের রাতের শিশির ও কুয়াশা চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে । এই সময় কলকাতার তাপমাত্রা অনেকটাই শীতল আর শিশির এর পরিমানও বেড়ে যাওয়ার ফলে বাউন্ডারির ধারে বল গেলেই তা ভিজে যাচ্ছে । রাতের দিকে কুয়াশাও সমস্যায় ফেলতে পারে দুই দলকে ।

ইডেনের পিচ প্রস্তুতকারক কর্তপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, আমেরিকা থেকে আনা হবে শিশির রোধক স্প্রে । এই স্প্রে ছড়িয়ে দেওয়ার পরে আউটফিল্ড শুকিয়ে যায় দ্রুত । কিন্তু শিশির এর মাত্রা বেড়ে গেলে এই স্প্রে কতটা কাজ করবে ! তা নিয়ে চিন্তায় রয়েছে সকলেই ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!