সচিন ও বিরাটের মধ্যে কাকে এগিয়ে রাখলেন সৌরভ? 

0 0
Read Time:4 Minute, 16 Second

নিউজ ডেস্ক::আজ ইডেনে ভারত সিরিজ জয়ের লক্ষ্যে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক খেলতে নামছে। সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআই সভাপতির পদ থেকে সরে যাওয়ার পর এই প্রথম ইডেনে কোনও আন্তর্জাতিক ম্যাচ। ভারতীয় দলের বিশ্বকাপ-প্রস্তুতির বিষয়ে টিম ম্যানেজমেন্ট, বিশেষ করে কোচ ও অধিনায়কের উপর আস্থা রাখলেন সৌরভ।

বিরাট কোহলি আজ শহরে এসেই নেমে পড়বেন ম্যাচ খেলতে। গতকাল তিনি দলের সঙ্গে আসেননি। মেয়ে ভামিকার জন্মদিন সেলিব্রেট করতে ছুটি নিয়েছিলেন। গুয়াহাটিতে কিং কোহলির শতরানের পর থেকেই একদিনের আন্তর্জাতিকে সচিন না বিরাট কে সেরা , তা নিয়ে চর্চা শুরু হয়েছে। প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে ওয়ানইন্ডিয়া বাংলার তরফে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি তা এড়িয়ে যান। বলেন, আমি এর উত্তর দিতে পারব না। কঠিন প্রশ্ন।

যদিও বিরাট কোহলির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন মহারাজ। গুয়াহাটিতে কোহলির ম্যাচ জেতানো ইনিংস প্রসঙ্গে তিনি বলেন, বিরাট অসাধারণ প্লেয়ার। এমন অনেক ইনিংস খেলেছেন। ৪৫টি শতরান সহজে হয় না। এত বছর ধরে খেলছেন। এমন সময় আসতেই পারে যখন তিনি রান পাবেন না। কিন্তু তিনি একজন স্পেশ্যাল প্লেয়ার।

ভারত বিশ্বকাপের জন্য ২০ জন ক্রিকেটারকে বেছে নিয়েছে। এত আগে নির্দিষ্ট সংখ্যক ক্রিকেটারকে বেছে নেওয়ার সিদ্ধান্তে অনেকেই সহমত নন। সৌরভ অবশ্য বলছেন, কোথাও তো লেখা নেই এই ২০ জন ক্রিকেটারই খেলবেন। চোট-আঘাতের সমস্যা হলে অন্য কেউ তো দলে আসতেই পারেন। ভারতীয় দল ভালো খেলছে। সূর্যকুমার যাদবের প্রশংসাও করেছেন সৌরভ। পৃথ্বী শ ৩৭৯ রান করেছেন রঞ্জিতে। তাঁকে ভারতীয় দলে সুযোগ দেওয়া উচিত কিনা এই বিষয়টি মহারাজ ছেড়েছেন নির্বাচকদের উপরই। ঈশান কিষাণ দ্বিশতরান করার পরেও বাদ! এ প্রসঙ্গে সৌরভ বলেন, কিষাণও নিশ্চিতভাবেই সুযোগ পাবেন। ভারতে বিভিন্ন মতামত থাকে। কিন্তু যাঁরা খেলেন তাঁদের উপরই চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়টি ছাড়া উচিত। রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়রাই এই সিদ্ধান্ত নেবেন।

সৌরভ গতকাল কলকাতায় অজন্তার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ভারতের প্রথম স্মার্ট জুতো উদ্বোধন করেন। এবার তিনি দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটের সামগ্রিক বিষয়ের প্রধান হয়েছেন। তিনি জানিয়েছেন, ঋষভ পন্থ আইপিএলে খেলতে পারবেন না। কে অধিনায়ক হবেন তা পরে জানিয়ে দেওয়া হবে। নতুন দায়িত্ব নেওয়া প্রসঙ্গে ওয়ানইন্ডিয়া বাংলার প্রশ্নের উত্তরে সৌরভ বলেন, প্রতিবারই নতুন চ্যালেঞ্জ থাকে। ২০১৯ সালে আমি এই দলের সঙ্গে যুক্ত ছিলাম। পরে বিসিসিআই সভাপতি হওয়ার পর আর তিন বছর সেখানে ছিলাম না। দলেও পরিবর্তন এসেছে। তবে যে দলই থাকুক সেরা পারফরম্যান্সই উপহার দেবে দিল্লি ক্যাপিটালস।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!