স্বামীজীর স্মরণে সেরা কয়েকটি বাণী

0 0
Read Time:2 Minute, 19 Second

নিউজ ডেস্ক :বিবেকানন্দের ১৬১ তমো জন্মদিন দেশ জুড়ে মহা সমরোহে পালিত হচ্ছে তাঁর জন্মদিন।যুব সমাজের প্রতি স্বামীজীর বার্তা ছিলো, “ওঠো, জাগো লক্ষে না পৌঁছানো পর্যন্ত থেমো না “

কাজ সম্পর্কে বিবেকানন্দের বার্তা,”সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও, তাহলে তুমি বুঝবে তুমি ভুল পথে চলছো “।

তাঁর কথায়,”যেরকম বীজ আমরা বুনি, সেরকমই ফসল আমরা পাই, আমরাই আমাদের ভাগ্য তৈরি করি, তাঁর জন্য কাউকে দোষারোপ করার কিছু নেই, কাউকে প্রশংসা করারও কিছু নেই “।

শিকাগোয় বক্তৃতা রাখতে গিয়ে বিবেকানন্দ শুরু করেছিলেন,’ ভাই ও বোন বলে সম্বোধন করে তাঁরই বক্তব্য,’ জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর’।

চরিত্র গঠন সম্পর্কে স্বামীজীর বক্তব্য ছিল,” নিজের ওপর বিশ্বাস না এলে, ঈশ্বরের ওপর বিশ্বাস আসে না “।

জীবে প্রেম করার বার্তা নিয়ে তিনি বলেছিলেন,’ ঘৃণাশক্তি অপেক্ষা প্রেমের শক্তি অনেক বেশি শক্তিমান’।

সকলকে নিয়ে এগিয়ে চলার বার্তায় তিনি বলেছিলেন,” শুধু বড়লোক হয়ো না বড় মানুষ হও “।

মানসিক কাঠিন্য নিয়ে তিনি বলেছিলেন,” যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে অজুহাত পাবে “।

শক্ত মন নিয়ে এগিয়ে যাওয়ার বার্তায় তিনি বলেছিলেন,” ভয়ই মৃত্যু, ভয়ই পাপ, ভয়ই নরক, ভয়ই অসাধুতা, ভয়ই ভুল জীবন “।

এই সমস্ত বাণী তিনি সেই সময় মানুষের জন্য বা সমাজের জন্য করে গিয়েছিলেন যা আজও সাধারণও অসাধারণমানুষের জীবনে অমর কথা হয়ে চিরস্মরণীয় হয়ে আছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!