শুভেন্দুকে সমর্থন দিলীপ ঘোষের

0 0
Read Time:4 Minute, 37 Second

নিউজ ডেস্ক::নিয়োগ দুর্নীতির তদন্তের হাত কোথায় যেতে পারে দেখুন। অনেকেই টেনশনে রয়েছে। এদিন প্রাতঃভ্রমনে বেরিয়ে এমনটাই মন্তব্য করেছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।

আইএসএফ-র মতো বিরোধী দলকে কেন কর্মসূচিতে বাধা দেবে সরকার, এদিন সেই প্রশ্ন করেছেন দিলীপ ঘোষ।

নেতাজিকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠান করছে বিভিন্ন দল। এব্যাপারে প্রশ্ন করা হলে, দিলীপ ঘোষ বলেন, এটা ভাল, খারাপ কি? নেতাজি বন্দনায় প্রতিযোগিতা ভাল। তিনি বলেন, আরও ৫০ বছর আগে হওয়া উচিৎ ছিল। তাহলে আজ আমাদের যুব সমাজ যাঁরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, তাঁরা আদর্শ পেত, নেতাজিকে অনুসরণ করতে পারত। তিনি অভিযোগ করেন, নেতাজিকে সাধারণ মানুষের থেকে লুকিয়ে রাখা হয়েছিল, দূরে সরিয়ে রাখা হয়েছিল। সেই চক্রান্ত ফাঁস হয়ে গেছে। যুব সমাজ আইকন খুঁজে বেড়াচ্ছে, সেখানে যদি নেতাজিকে রাখা হয়, তাহলে যুব সমাজেরই ভাল হবে, মন্তব্য করেন তিনি।

কলকাতায় এসে নেতাজির কন্যা, তাঁর বাবার কবে মৃত্যু হয়েছে, তা নিয়ে বয়ান দিয়েছেন। তারপরেও মৃত্যু তদন্ত নিয়ে কমিশন কোনও ফল দিতে পারেনি। এব্যাপারে জিজ্ঞাসা করা হলে দিলীপ ঘোষ বলেন, কন্যাকে নিয়ে বিতর্ক আছে। তাই উনি যেটা বলছেন সেটাই অথেনটিক, তা মানা যায়না। ফলে নেতাজির প্রতি মানুষের যে ভাবাবেগ রয়েছে, সেখানে কোনও আঘাত না দিয়ে কাজ করতে হবে। তিনি বলেন, নেতাজির কাজটাই বড়। মৃত্যু নিয়ে বিশেষজ্ঞরা যেমন গবেষণা করছেন করুন, বলেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি।

মেঘালয়ে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। এদিন মেঘালয় সফরে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি তৃণমূলের ইস্তেহার প্রকাশ করবেন। এব্যাপারে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, ত্রিপুরা-গোয়া-অসম অনেক নাটক দেখা গিয়েছে। সেরকমই একটা ফ্লপ শো মেঘালয়ে হতে চলেছে বলে মনে করেন দিলীপ ঘোষ।

জায়গায়-জায়গায় দিদির দূতদের ঘিরে বিক্ষোভ চলছে। বিষয়টিকে স্বাভাবিক বলে বর্ণনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এব্যাপারে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, আঙুর ফল টক। ওনারা ভেবেছিলেন চোখ দেখিয়ে, আঙ্গুল দেখিয়ে যেরকম চলছে, সেরকমই চলবে। সেটা হচ্ছে না। উনি বলছেন, ক্ষোভ বিক্ষোভ থাকা উচিৎ। তাহলে অম্বিকেশ মহাপাত্রকে জেলে ঢুকিয়েছিলেন কেন, প্রশ্ন করেন দিলীপ ঘোষ। বিজেপির হাজার হাজার ছেলে শুধু ফেসবুকে পোস্ট লাইক করায় জেলে ঢুকিয়েছিলেন কেন, প্রশ্ন করেছেন দিলীপ ঘোষ।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, কুন্তল ঘোষ শুধুমাত্র কালেক্টর। সে ১০ শতাংশ টাকা নিয়েছে। বাকি ৯০ শতাংশ গিয়েছে ভাইপোর কাছে। এব্যাপের দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীর মন্তব্যকে সমর্থন করেছেন। তিনি বলেছেন একদম ঠিক। এরাই কালেক্টর, হ্যান্ডলার। সময় খারাপ হলে অনেকেই চিনতে পারেন না, তবে এইসব নেতারাই তৃণমূলের অ্যাসেট বলেছেন তিনি। দিলীপ ঘোষ বলেন, ভাইপোর ডান দিকে বিনয় মিশ্র আর বা-দিকে বিনয় মিশ্রের মতো লোকজন থাকেন কেন?

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!