Tripura Election 2023: ত্রিপুরায় মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন নির্বাচনী আধিকারিকদের তৎপরতা

0 0
Read Time:3 Minute, 34 Second

নিউজ ডেস্কঃ ইতিমধ্যে নির্বাচনকে কেন্দ্র করে ত্রিপুরায় বেশ উত্তেজনা তৈরি হয়েছে। প্রধান ৪টি দল শক্তি প্রদর্শনে ব্যস্ত। এই পরিস্থিতিতে সামগ্রিক ব্যবস্থা খতিয়ে দেখলেন ত্রিপুরার মুখ্য নির্বাচনী আধিকারিক কিরন গিত্যে। যাতে নির্বিঘ্নে মনোনয়ন পত্র জমা দিতে পারেন সকল দলের প্রার্থীরা, তা নিশ্চিত করতেই এই পরিদর্শন।

ইতিমধ্যে প্রান্তিক পাহাড়ি রাজ্যে প্রাচীন শক্তি হিসেবে কংগ্রেস, প্রাক্তন শক্তি হিসেবে বামেরা, বিজয়ী শক্তি হিসেবে বিজেপি ও নবাগত শক্তি হিসেবে তৃণমূল। কেউ এক ইঞ্চি জমি ছাড়তে রসজি না। ফলে একটা থমথমে পরিবেশ।

আজ, নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে ও সকল প্রার্থীরাই যাতে যথাসময়ে মনোনয়ন জমা করতে পারেন, তার যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখলেন ত্রিপুরার মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিত্যে।

মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে ছিলেন প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ডাক্তার দেবপ্রিয় বর্ধন, পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার সহ অন্যান্যরা। “শান্তিপূর্ণভাবে মনোনয়ন জমা দিন।” সকল রাজনৈতিক দলের কাছে আবেদন ত্রিপুরার মুখ্য নির্বাচনী আধিকারিক কিরন গিত্যের।

পাশাপাশি এদিন কোন রুট ধরে রাজনৈতিক দলগুলি মনোনয়ন পত্র জমা দিতে আসবে। নিরাপত্তা ব্যবস্থা কতটা আঁটসাঁট। গাড়ি রাখার ব্যবস্থা করা হয়েছে।

প্রসঙ্গত এর মধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল কখনো নিজেদের মধ্যে কখনো আবার অন্য দলের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েছে।
বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। ত্রিপুরা ভোটে প্রার্থীতালিকা ঘোষণার পর পর বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা যায়।

ঊনকোটি ত্রিপুরা জেলার চন্ডিপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী টিঙ্কু রায়ের নাম ঘোষণা হতেই বিক্ষুব্ধ বিজেপির একাংশ। অভিযোগ, নাম ঘোষণার পরেই বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা বিজেপির মন্ডল কার্যালয়ে আগুন ধরিয়ে দেন। আগুনে পুড়ে নষ্ট হয়ে যায় গুরুত্বপূর্ণ নথি।

পাশাপাশি ভগবাননগর বিজেপির ৪২ নং বুথ ও গৌরনগর ৪১ নং বুথ অফিস ও কাউলিকুড়া বুথ অফিস ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। ফলে নিয়োগ করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। নির্বাচন কমিশন তৎপরতার সঙ্গে পরিস্থিতি সামাল দিচ্ছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!