মোদীর পরে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী কি যোগী আদিত্যনাথ? 

0 0
Read Time:3 Minute, 20 Second

নিউজ ডেস্কঃ ২০২৪-এর নির্বাচনে বিজেপি নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে সামনে লড়াই করতে চলেছে, তা একরকমভাবে পরিষ্কার। তপে প্রশ্ন উঠছে, নরেন্দ্র মোদী পরে বিজেপির তরফে প্রধানমন্ত্রী পদে কে পছন্দের।

নাম উঠেছে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। এব্যাপারে সরাসরি উত্তর দিয়েছেন যোগী আদিত্যনাথ।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্পষ্ট করে দিয়েছেন, তিনি বর্তমান প্রধানমন্ত্রী মোদীর পরে প্রধানমন্ত্রীর পদে প্রার্থী হবেন কিনা। সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি এব্যাপারে উত্তর দিয়েছেন। তাঁর দাবি, ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপি উত্তর প্রদেশ থেকে ২০১৯-এর তুলনায় আরও বেশি আসন জয় করবে।

সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে যোগী আদিত্যনাথ বলেছেন, তিনি কোনও পদের প্রতিদ্বন্দ্বী নন। তিনি উত্তর প্রদেশেই থাকতে চান। যোগী আদিত্যনাথ বলেছেন, প্রধানমন্ত্রী মোদী দেশের সব থেকে বড় শক্তি। তাঁর দাবি, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারত এক নতুন পরিচয় পেয়েছে এবং ২০১৪-তে তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে সমাজের প্রত্যেকটি স্তর উপকৃত হয়েছে। তাঁর দাবি জনগণকে দেওয়া সরকারের প্রতিটি প্রতিশ্রুতি পূরণ হয়েছে।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ২০২৪-এর লোকসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল নিয়ে প্রশ্ন করা হলে, তিনি বলেছেন, ২০২৪-এ বিজেপি আবার সংখ্যাগরিষ্ঠতা পাবে। তাঁর দাবি বিজেপি উত্তর প্রদেশে থেকে আগেরবারের থেকে বেশি আসনে জয় পাবে। তাঁর দাবি ২০২৪-এর সাধারণ নির্বাচনে বিজেপি ৩০০ থেকে ৩১৫ টি আসন পাবে।

রামচরিত মানস নিয়ে বিতর্কেরও উত্তর দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন, উন্নয়ন থেকে মনোযোগ সরাতেই এই বিতর্ক। তবে এব্যাপারে সমাজে অশান্তি ছড়াতে গেলে কেউ সফল হবেন না। সমাজ বিষয়টি বুঝতে পেরেছে বলেও মনে করেন তিনি। যোগী আদিত্যনাথ হিন্দুত্বের পোস্টার বয় বলে মনে করেন বিশ্লেষকদের একাংশ। তিনি বলেছেন হিন্দুত্ব নরম বা শক্ত বলে কিছু হয় না। হিন্দুত্ব, হিন্দুত্বই। তাঁর দাবি, বিন্দু ধর্ম ভারতে জীবনযাপনের মৌলিক উপায়।

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!