নিয়ামতপুর বাজারকে জামমুক্ত করার পরিকল্পনা!

0 0
Read Time:1 Minute, 31 Second

নিউজ ডেস্কঃ পশ্চিম বর্ধমান আসানসোল নিয়ামতপুর বাজারকে জামমুক্ত করার পরিকল্পনা নিল আসানসোল কর্পোরেশন ও কুলটি থানার পুলিশ।

কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি এলাকায় নিয়ামতপুর বাজার কে জামমুক্ত করার জন্য পরিকল্পনা নিল আসানসোল কর্পোরেশন ও কুলটি থানার পুলিশ ও ট্রাফিক।

আজ সেই উপলক্ষে ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, এমআইসি ইন্দ্রানী মিত্র, ট্রাফিক এসিপি ঈপ্সিতা দত্ত, কুলটি এসিপি সুকান্ত ব্যানার্জি ও অন্যান্য আধিকারিক আজ নিয়ামতপুর মোড় থেকে লিথুরিয়া বাজারের মাছ বাজার অব্দি অভিযান চালান।


যেসব দোকানপাট তাদের সীমানার বাইরে বেরিয়ে আছে। তাদেরকে ঢুকিয়ে নেবার অনুরোধ জানালেন ডেপুটি মেয়র ও এসিপি। এছাড়া নিয়ামতপুর সবজি বাজারের যেসব দোকান বসে আছে তাদেরকে সরিয়ে দেওয়া হলো ও বেশ কয়েকটি দোকান ভেঙে ফেলা হলো, যাতে ওখানে একটি পার্কিং এর ব্যবস্থা করা যায়। যাতে পার্কিং করে নিয়ামতপুর এর মানুষ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!