ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ থেকেই ছিটকে গেলেন ডেভিড ওয়ার্নার!

0 0
Read Time:4 Minute, 21 Second

নিউজ ডেস্ক : ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে খেলতে পারবেন না ডেভিড ওয়ার্নার। পরিবার নিয়ে তিনি দেশে ফিরছেন। দিল্লি টেস্টে প্রথম ইনিংসে প্রথমে কনুইয়ে আঘাত পান ওয়ার্নার। এরপর মহম্মদ সিরাজের আরেকটি বল তাঁর হেলমেটে লাগে। কনকাসনের লক্ষণ থাকায় তিনি আর দিল্লি টেস্টে খেলতে পারেননি। এবার কনুইয়ের চোট ছিটকে দিল সিরিজ থেকেই।

ডেভিড ওয়ার্নার টেস্টে ছন্দে ছিলেন না। ভারতে তাঁর টেস্টের ট্র্যাক রেকর্ডও মোটেই ভালো নয়। এই পরিস্থিতিতে ইন্দোর টেস্টে তিনি একাদশে জায়গা ধরে রাখতে পারবেন কিনা তা নিয়েই জল্পনা ছিল। মহম্মদ সিরাজের বলে দিল্লি টেস্টে প্রথম ইনিংসে কনুইয়ে আঘাত পাওয়ার পর মাঠেই শুশ্রূষা চলে। কিন্তু এরপর দুই ওভার পর সিরাজের বল গিয়ে লাগে হেলমেটে। তারপর কিছুক্ষণ ব্যাটিং করেন। আউট হওয়ার পর ড্রেসিংরুমে কনকাসনের লক্ষণ দেখা দেয়। সেই সঙ্গে হাতে যন্ত্রণা ও ফোলাভাব ছিল। কনকাসন-জনিত সমস্যা এখন আর নেই। তবে কনুইয়ের চোট বড় সমস্যা হয়ে দেখা দিল।

ওয়ার্নারের কনুইয়ে হেয়ারলাইন ফ্র্যাকচার ধরা পড়ে। প্রথমে অস্ট্রেলিয়া শিবির ভেবেছিল এই চোট তেমন গুরুতর নয়। গতকাল ওয়ার্নার স্ত্রী ও তিন কন্যাকে নিয়ে দিল্লির বিভিন্ন দ্রষ্টব্য স্থান ঘুরে দেখেন। গতকাল রাত পর্যন্ত ওয়ার্নার তৃতীয় টেস্টে খেলার ব্যাপারে আশাবাদীও ছিলেন। কিন্তু তাঁর আঘাত পাওয়া স্থান খুঁটিয়ে দেখে এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর অস্ট্রেলিয়া দলের মেডিক্যাল টিম এই সিদ্ধান্তে উপনীত হয় যে, ওয়ার্নারের পক্ষে বাকি দুটি টেস্ট খেলা সম্ভব নয়।

আপাতত ওয়ার্নার সিডনিতে যাবেন। সুস্থ হলে তিনি আগামী মাসে ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলতে আসবেন বলে অস্ট্রেলিয়া দল আশাবাদী। অস্ট্রেলিয়া দল আর কোনও ব্যাটারকে ডেকে পাঠাচ্ছে না। ইন্দোরে ট্রাভিস হেড ওপেন করবেন। দিল্লি টেস্টে তিনি দ্বিতীয় ইনিংসে ওপেন করতে নেমে সর্বাধিক ৪৩ রান করেছিলেন। হেডকে পাকাপাকিভাবে ওপেন করানোর পরিকল্পনা না থাকলেও উপমহাদেশের উইকেটে তাঁকে দিয়েই ওপেন করানোর কথা বলেছেন অজি কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। অস্ট্রেলিয়ার একাদশে ফিরবেন ক্যামেরন গ্রিন। তিনি এদিনও অনুশীলন করেছেন।

ওয়ার্নারের চোটের দিকে নজর রাখছে দিল্লি ক্যাপিটালস। আইপিএল ফ্র্যাঞ্চাইজির ক্রিকেট বিষয়ক প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, ঋষভ পন্থের অনুপস্থিতিতে ওয়ার্নারই ক্যাপিটালসকে নেতৃত্ব দেবেন। যদিও সরকারিভাবে সেই ঘোষণা এখনও হয়নি। আইপিএল আর প্রায় মাসখানেক দূরে। এই পরিস্থিতিতে ওয়ার্নারের চোটের অবস্থা কোন জায়গায় থাকে, আইপিএলে তিনি সব ম্যাচে খেলতে পারবেন কিনা, এই সব বিষয়ের উপর নজর রেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে দিল্লি ক্যাপিটালসকে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!