জেলে পার্থের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ইডির

0 0
Read Time:2 Minute, 32 Second

নিউজ ডেস্ক : এককালের পশ্চিমবঙ্গের সরকারের দ্বিতীয় ব্যক্তিত্বের এমন মর্মান্তিক পরিণতি দেখে মানুষের খারাপ লাগে। হঠাৎ করেই ইডির কাছে খবর যায় জেলে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে অতিরিক্ত সুযোগ-সুবিধা দিচ্ছে জেল কর্তৃপক্ষ।

এরপরই সংশোধনাগারে গিয়ে একেবারে পার্থর সেলে পৌঁছে গোটা পরিস্থিতি যাচাই করেন তারা। সবকিছু সরেজমিনে দেখার পর ইডির নির্দেশ, পার্থর সেল থেকে খাট, বিছানা, ইজি চেয়ার সবকিছু সরিয়ে নিতে হবে। যেমনি কথা তেমনি কাজ। ঘুরে ফিরে পার্থর ঠাঁই ফের মেঝেতে। মেঝেতে শুয়েই রাত্রিযাপন করছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। এমন ভারী শরীরে বার বার করে মেঝে থেকে ওঠা সত্যি কষ্টের। কিন্তু এটাই যে জেলের নিয়ম।

প্রসঙ্গত, কিছুদিন আগে ইডির কাছে খবর পৌঁছায় সেলের মধ্যে ইজি চেয়ার থেকে শুরু করে সোয়ার জন্য ভালো বিছানা সবকিছুরই ব্যবস্থা হয়ে গিয়েছে পার্থর। অন্যদিকে, সহ বন্দিদের ফোন থেকে একাধিক ঘনিষ্ঠ ব্যক্তির সঙ্গে পার্থবাবু যোগাযোগ রাখছিলেন বলে জানতে পারে ইডি। এরপরই শক্ত হাতে পদক্ষেপ নিল তদন্তকারীরা। তারা জেল কর্তৃপক্ষের উপর উষ্মা প্রকাশ করেন। স্পষ্ট করে বলেন,সমস্ত বন্দিদের যেভাবে রাখা হয় পার্থ বাবুকেও সেভাবেই রাখতে হবে।

ফলে প্রবল শোচনীয় অবস্থায় পড়েছেন প্রাক্তন মন্ত্রী। এমনিতেই সহ বন্দিদের টিকা-টিপ্পনি তো লেগেই আছে। তার মধ্যে মেঝেতে ঘুমানো। এভাবেই জেলের ভেতরেও পার্থ চট্টোপাধ্যায়ের ‘বিলাসী’ জীবনযাপনে ইতি টানতে তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাশাপাশি তার ওপর নজরদারিও আরও বাড়ানো হয়েছে বলে সূত্রের খবর।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!