তৃণমূল কংগ্রেসের টুইটার অ্যাকাউন্টে হ্যাকারদের থাবা

0 0
Read Time:2 Minute, 42 Second

নিউজ ডেস্ক : হঠাৎ করে রাতারাতি বদলে গিয়েছে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট। তারপরেই সাংসদ ডেরেক ওব্রায়েন জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। টিএমসির টুইটার অ্যাকাউন্ট খুললেই দেখা যাচ্ছে সব অন্য লোগো। অন্য ছবি। স্বাভাবিক ভাবেই এই নিয়ো সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গিয়েছিল।

অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের টুইটার অ্যাকাউন্ট খুললেই ভেসে উঠছে Yuga Labs লেখা। অথচ গতকাল পর্যন্ত এই টুইটার অ্যাকাউন্টের লোগো ছিল তৃণমূল কংগ্রেসের প্রতীক। যদিও কভার ছবির বদল ঘটেনি। এই নিয়ে কর্মী সমর্থকদের মধ্যে রীতিমত শোরগোল পড়ে গিয়েছিল। তারপরেই সাংসদ ডেরেক ওব্রায়েন জানান যে তাঁদের দলের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করেছে হ্যাকাররা সেকারণেই এই ঘটনা ঘটছে। দ্রুত সেটি ঠিক করার চেষ্টা করা হচ্ছে।

প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগে দিল্লির এইমস হাসপাতালের ওয়েবসাইটও হ্যাকাররা হ্যাক করে। তার জেরে অনলাইন পরিষেবা একেবারে অচল হয়ে গিয়েছিল সেই হাসপাতালে। তারপরেই এই নিয়ে তদন্ত কমিটি গঠন করে দিল্লি পুলিশের সাইবার সেল। কোটি কোটি রোগীর তথ্য ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন এইমস কর্তৃপক্ষ এই নিয়ে তৎপর হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এই ঘটনায় জঙ্গিদের হাত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছিল। সেই ঘটনার তদন্ত চালাচ্ছে গোয়েন্দারা।

তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রর টুইটার অ্যাকাউন্টও গতবছর হ্যাক হয়েছিল। সাংসদের অ্যাকাউন্টে একাধিক বিজ্ঞাপন এবং রিটুইটের ঘটনা ঘটছিল। তারপরেই নেত্রী জানান তাঁর টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। সেকারণেই তাই টুইটারে অন্যরকম কিছু শেয়ার করা হচ্ছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!