শুভেন্দু অধিকারীর সর্বভারতীয় পরিচিতি! 

0 0
Read Time:2 Minute, 32 Second

নিউজ ডেস্ক::হিমন্ত বিশ্বশর্মা, শুভেন্দু অধিকারীর নাম করে প্রধানমন্ত্রী মোদীকে চিঠি দিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, কেসিআররা। যাঁরা এই চিঠির জবাব দিয়েছিলেন, তাঁদের মধ্যে ছিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। এবার শুভেন্দু অধিকারীর ছবি হায়দরাবাদে। নিন্দুকরা বলছেন, শুভেন্দু অধিকারীকে সর্বভারতীয় পরিচিতি দিয়ে দিচ্ছেন, কেসিআর, অববিন্দ কেজরিওয়াল এবং মমতা বন্দ্যোপাধ্যায়রাই।

বিজেপি হল ওয়াশিং মেশিন। যাঁরাই অন্যদল থেকে সেখানে গিয়েছে, তাঁরা কোনও মামলায় অভিযুক্ত হলেও, সেইসব নেতাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেয়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। এমনটাই অভিযোগ বিরোধীদলগুলির। সেই তালিকায় রয়েছেন, কংগ্রেস থেকে বিজেপিতে যাওয়া জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, হিমন্ত বিশ্বশর্মা এবং তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া শুভেন্দু অধিকারীর মতো নেতারা। এইসব নেতাদের পোস্টার এবার একসঙ্গে দেখা গেল কেসিআর শাসিত তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদে।

এদিকে তাঁর নাম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, কেজরিওয়াল, কেসিআররা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করার পরেই পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে পাল্টা আঘাত হানেন। তিনি অভিযোগ করেন, সারদা মামলায় সব থেকে বড় বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সারদা মামলায় জড়িয়ে পড়ার একাধিক অভিযোগ তুলে ধরে শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় সংস্থাগুলি তা নিয়ে কেন তদন্ত করছে না, তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!