বিরোধীদের ভাঙতে নতুন পরিকল্পনায় শান দিচ্ছে বিজেপি

0 0
Read Time:3 Minute, 5 Second

নিউজ ডেস্ক : ২০২৪-র লোকসভা ভোটের আগে নতুন পরিকল্পনায় গেরুয়া শিবির। এবার রাহুল গান্ধীকে পাখির চোখ করে এগোতে চাইছেন তারা। বিরোধীদের ঐক্য ভাঙতে এবার রাহুল গান্ধীকেই হাতিয়ার করতে চাইছে গেরুয়া শিবির। সেকারণেই সংসদে এবার রাহুল গান্ধীকে কোণঠাসা করতে নতুন রণকৌশল নিয়েছে বিজেপি।

বিরোধীদের ভাঙলে রাহুল গান্ধীকেই ব্যবহার করতে চাইছে গেরুয়া শিবির। সেকারণেই ইউকে ইস্যুতে এত সরব হয়েছে গেরুয়া বাহিনী। বারবার রাহুল গান্ধীর বিরুদ্ধে দেশের বাইরে গিয়ে দেশের বদনাম করার কথা বলছে বিজেপি নেতারা। এমনকী রাহুল গান্ধীর বিরুদ্ধে দেশদ্রোহীতার অভিযোগও করছেন তাঁরা। বারবার রাহুল গান্ধীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জাবিয়েছেন বিজেপি নেতারা ।

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে লোকসভা থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। ব্রেটেনে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে যেভাবে দেশের অপমান করেছেন রাহুল গান্ধী তাতে তাঁর সংসদে থাকার কোনও অধিকার নেই বলে দাবি করেছেন কংগ্রেস সাংসদরা। দেশকে অপমান করতে বিদেশের মাটি ব্যবহার করছেন রাহুল গান্ধী এমনই অভিযোগ করেছেন তাঁরা। প্রসঙ্গত ভারতে গণতন্ত্র বিপন্ন বলে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভারতের গণতন্ত্র বিপন্ন বলে দাবি করেছেন রাহুল গান্ধী। তাই গোটা দেশ জুড়ে তুমুল শোরগোল পড়ে গিয়েছে।

২০২৪-র লোকসভা ভোটের আগে একজোট হচ্ছে বিরোধীরা। আদানি ইস্যুতে গতকাল ইডির দফতরে ধর্না দিয়েছেন বিরোধীরা। নেতৃত্বে ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এমকী আদানি ইস্যুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জবাব দাবি করে সংসদে সরব হয়েছেন কংগ্রেস। এমনকী রাহুল গান্ধী প্রকাশ্যে সংসদে দাঁড়িয়ে অভিযোগ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি যোগ রয়েছে আদানিদের। মোদীর শাসনকালে আদানিদের সম্পত্তির পরিমান কয়েক শো কোটি টাকা বেড়েছে। একাধিক সরকারি বরাত আদানিরা পেয়েছেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!