প্রাথমিকে সাড়ে ৩ হাজারের বেশি জনকে চাকরি দিয়েছেন শুভেন্দু!

0 0
Read Time:3 Minute, 54 Second

নিউজ ডেস্ক::নিয়োগ দুর্নীতির অভিযোগ এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। অখিল গিরির ছেলে সুপ্রকাশ গিরি সরাসরি অভিযোগ করেছেন প্রাথমিকে গ্রুপ সি এবং গ্রুপ ডি- পদে প্রায় ৩৯০০ জনকে চাকরি দিয়েছেন শুভেন্দু অধিকারী। কাঁথির মানুষজন সকলেই জানেন সেকথা। প্রসঙ্গত উল্লেখ্য বৃহস্পতিবার আদালতে ঢোকার মুখে নিয়োগ দুর্নীতিতে শুভেন্দু অধিকারী জড়িত বলে অভিযোগ করেছেন পার্থ চট্টোপাধ্যায়।

যিনি সবচেেয় বেশি নিয়োগ দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন রাজ্যের সেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার তাঁর বিরুদ্ধেও উঠল দুর্নীতির অযোগ। প্রাথমিকে গ্রুপ-সি এবং গ্রুপ-ডি বিভাগে প্রায় ৩ হাজার ৯০০ জনকে চাকরি দিয়েছেন তিনি। এমনই অভিযোগ করেছেন কাঁথির তৃণমূল কংগ্রেস নেতা সুপ্রকাশ গিরি। তিনি সারাসরি অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী যে প্রাথমিকে প্রায় ৪ হাজার জনকে চাকরি দিয়েছেন তা জানেন কাঁথির সকলেই।

সুপ্রকাশ গিরি অভিযোগ বলেছেন, ‘শাক দিয়ে কি মাছ ঢাকা যায়! গণতান্ত্রিক দেশে আইনি নোটিস পাঠাতে পারেন। কাঁথির মানুষ-সহ এই এলাকার মানুষ জানেন? আমি তো বলবো ৫৫ জনের লিস্ট অনেকটাই কম। শুভেন্দু অধিকারী এই জেলায় হাজার হাজার চাকরি বিক্রি করেছেন। গ্রুপ সি, গ্রুপ ডি থেকে প্রাথমিক স্কুলের চাকরি। আমি চ্যালেঞ্জ করছি কাঁথি পুরসভায় বসে ৩৯০০ জনের চাকরি দিয়েছেন।’

অখিল গিরির ছেলে সুপ্রকাশ গিরির শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন শুভেন্দু অধিকারী। তারপরেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করেন সুপ্রকাশ গিরি। প্রথম থেকেই অখিল গিরির সঙ্গে শুভেন্দু অধিকারীদের বিরোধ ছিল। তৃণমূল কংগ্রেসে থাকার সময় অখিল গিরির পরিবারের সঙ্গে তুমুল বিরোধ ছিল। শুভেন্দু অধিকারী বিজেপিতে যেতেই অখিল গিরির গুরুত্ব বাড়ে। তারপরেই অখিল গিরিকে সামনে রেখে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিক্ষোভে সামিল হয়েছেন তাঁরা।

বৃহস্পতিবার আদালতে পেশ করার সময় পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন। তিনি নিয়োগ দুর্নীতিতে শুভেন্দু অধিকারীর নাম করেছেন। পার্থ চট্টোপাধ্যায় শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুজন চক্রবর্তীরা যে বড় বড় কথা বলছেন তাঁরা ২০০৯ থেকে ২০১০ সাল পর্যন্ত উত্তরবঙ্গে কী করেছেন। নিয়োগ দুর্নীতিতে যে শুেভন্দু অধিকারীর জড়িয়ে রয়েছেন সেকথা দাবি করেছেন পার্থ চট্টোপাধ্যায়ও।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!