আইপিএলে আরসিবির সামনে রাজস্থান

0 0
Read Time:4 Minute, 33 Second

নিউজ ডেস্ক::আইপিএলে আজ চিন্নাস্বামী স্টেডিয়ামে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। রাজস্থানের ৬ ম্যাচে রয়েছে ৮ পয়েন্ট, ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে আরসিবি।

আইপিএলে পারস্পরিক দ্বৈরথের নিরিখে ২৮টি ম্যাচের ১৩টিতে জিতেছে আরসিবি, ১২টিতে রাজস্থান। তিনটি ম্যাচ পরিত্যক্ত। শেষ ৫টি সাক্ষাতে আরসিবি এগিয়ে ৩-২-এ।

গত বছর আরসিবিকে হারিয়েই ফাইনালের টিকিট আদায় করেছিল রাজস্থান রয়্যালস। প্রথম সাক্ষাতে আরসিবি জিতেছিল ৪ উইকেটে। ফিরতি সাক্ষাতে জেতে রাজস্থান, ২৯ রানে। এরপর দ্বিতীয় কোয়ালিফায়ার ১১ বল বাকি থাকতে ৭ উইকেটে দিতে আরসিবিকে ছিটকে দিয়েছিল সঞ্জু স্যামসনের দল।

২০১১ সাল থেকে পরিবেশ সচেতনতার বার্তা দিতে একটি করে ম্যাচ সবুজ জার্সিতে খেলে আরসিবি। আজ ছিল আর্থ ডে বা বিশ্ব ধরিত্রী দিবস। তার পরদিনই ফাফ দু প্লেসির দল নামছে সবুজ জার্সিতে, আরও স্বচ্ছ, আরও সবুজ পরিবেশ গড়ার বার্তা দিতে। স্টেডিয়ামে জমা জঞ্জাল থেকেই আরসিবির এই বিশেষ জার্সি তৈরি হয়েছে।

এবার আরসিবির প্রথম হোম ম্যাচে ৯০৪৭.৬ কে জঞ্জাল পড়ে ছিল। ১৯.৪৮৮টি জলের বোতল ছিল স্টেডিয়ামে। পুনর্ব্যবহারযোগ্য জঞ্জাল থেকে জার্সি তৈরি নিশ্চিতভাবেই অভিনব। সবুজ জার্সি অবশ্য বিরাটদের কাছে পয়া নয়। গতবার জিতলেও ২০১১ থেকে ধরলে এই রংয়ের জার্সিতে মাত্র তিনবার জিতেছে আরসিবি। হেরেছে ৭টিতে।

জশ হ্যাজলউডকে আরসিবি এই ম্যাচে পাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার সবুজ সঙ্কেতের উপর সবটা নির্ভর করছে। ফাফ দু প্লেসি পুরো ফিট কিনা সেটাও দেখার। নয়তো বিরাট ফের নেতৃত্ব দেবেন। বিজয়কুমার ভাইশাকের জায়গায় কর্ণ শর্মাকে খেলানো হতে পারে। রাজস্থান খেলাতে পারে অ্যাডাম জাম্পাকে।

আরসিবির সম্ভাব্য একাদশ- বিরাট কোহলি, ফাফ দু প্লেসি (অধিনায়ক), মহীপাল লোমরর, গ্লেন ম্যাক্সওয়েল, সুযশ প্রভুদেশাই, শাহবাজ আহমেদ, দীনেশ কার্তিক (উইকেটকিপার), ওয়ানিন্দু হাসারঙ্গা, হর্ষল প্যাটেল, ওয়েন পার্নেল, মহম্মদ সিরাজ। পরিবর্ত হতে পারেন বিজয়কুমার ভাইশাক বা কর্ণ শর্মা।

রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ- জস বাটলার, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), দেবদত্ত পাড়িক্কল, শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, জেসন হোল্ডার বা অ্যাডাম জাম্পা, ট্রেন্ট বোল্ট, সন্দীপ শর্মা। যুজবেন্দ্র চাহালকে বোলিংয়ের সময় নামানো হবে কোনও ব্যাটারের পরিবর্তে।

মাঠের মাঝের পিচে খেলাটি হবে। পিচের গুড লেংথ অঞ্চলে ঘাস দেখা গিয়েছে। দিনের বেলায় ম্যাচ। ফলে ডিউ ফ্যাক্টর থাকবে না। আরসিবিতে আট বছর কাটিয়ে রাজস্থানে যাওয়া চাহাল চেনা পরিবেশে বাজিমাত করতে পারেন। চিন্নাস্বামীতে তাঁর ৫১টি উইকেট আছে। মনোরম আবহাওয়াতেই জমজমাট দ্বৈরথের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!