অভিষেকের সফরের আগে বগটুইয়ে তৃণমূল ছাড়লেন সংখ্যালঘু সেলের নেতা

0 0
Read Time:4 Minute, 18 Second

নিউজ ডেস্ক::বগটুইয়ে গণহত্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মিহিলাল শেখ যোগ দিয়েছেন বিজেপিতে। তিনি রামপুরহাটে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভার পাশাপাশি কলকাতায় বিজেপির কর্মসূচিতে হাজির ছিলেন। এবার তৃণমূল ছাড়লেন ব্লকের তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি রিয়াজুল শেখ।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফরের চারদিন আগে এই দলত্যাগে জল্পনা তৈরি হয়েছে। প্রসঙ্গত অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূম সফরে আসছেন ৯ মে। রিয়াজুল বগটুইয়ের বাসিন্দা। বগটুই কাণ্ডের পরে তাঁকে দলের তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি করা হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে রিয়াজুল হক রাজ্যের ডেপুটি স্পিকার তথা এলাকার বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের কাছের বলেই পরিচিত ছিলেন। রিয়াজুলের দল ছাড়ার পিছনে দলীয় কোন্দল, বলছেন বিরোধীরা। যদিও ওই নেতার দাবি ব্যক্তিগত ও পারিবারিক কারণেই তিনি দলত্যাগ করেছেন।

শুধু রিয়াজুল হকই নন, গত কয়েকমাসে বেশ কয়েকজন তৃণমূল নেতা দলত্যাগ করেছেন। কেউবার বিজেপিতে যোগ দিয়েছেন, আবার কেউ আপাতত কোনও রাজনৈতিক দলের সৎঙ্গে যুক্ত থাকার কথা অস্বীকার করছেন বর্তমান পরিস্থিতিতে।

তৃণমূলের জেলা সভাপতি জেলে যওয়ার পর থেকে বীরভূমে তৃণমূলের গোষ্ঠী কোন্দল একেবারে সামনে এসে পড়েছে। কাজল শেখের মতো অনেকেই সামনে এগিয়ে এসেছিলেন। যদিও দলের তরফে তার মান্যতা মেলেনি। যার জেরে পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের অন্দরমহলে চিন্তা বাড়ছে।

এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বগটুই গ্রামকে মডেল গ্রাম হিসেবে গড়ে তুলবে রাজ্য সরকার কলকাতা ফেরার পথে রামপুরহাটে ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যাকে তিনি একথা জানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা বগটুইয়ে প্রলেপ দেওয়ার চেষ্টা বলে কটাক্ষ করেছেন বিরোধীরা।

২০২২-এর শুরুর দিকে বগটুই গ্রামে তৃণমূল নেতাকে হত্যার রাতেই ১০ জনকে পুড়িয়ে মারার ঘটনা ঘটে। তারপর মূল অভিযুক্তের মৃত্যু হয়েছে সিবিআই হেফাজতে। গত ২৫ এপ্রিল ফিরহাদ হাাকিমের উপস্থিতিতে রামপুরহাটের ১ নম্বর ব্লকে সংখ্যালঘু সেলের সভাপতি করা হয়েছিল রিয়াজুল হককে।

পদত্যাগী নেতা দাবি করেছেন, পারিবারিক অসুবিধা আর শারীরিক অসুস্থতার কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে তৃণমূলের বীরভূম জেলার সহ-সভাপতি জানিয়েছেন, এই দলত্যাগে কোনও প্রভাব পড়বে না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই সবাই দল করেন।

তবে উল্লেখ করা প্রয়োজন, গত ২১ মার্চ বগটুইয়ের হত্যাকাণ্ডের বর্ষপূর্তি উপলক্ষে স্বজনহারাদের বাড়িতে ঢুকতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন স্থানীয় বিধায়ক তথা ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!