অটো চালকেরা পেটালো ৫ সিভিক ভলেনটিয়ার কে

0 0
Read Time:2 Minute, 23 Second

নিউজ ডেস্ক::ইদানিং সিভিক পুলিশ বনাম বিভিন্ন গাড়ি চালকদের মধ্যে বিবাদ লেগেই আছে। কিন্তু তাই বলে এমন ঘটনা সাম্প্রতিককালে ঘটে নি,যা আজ ঘটলো শ্যামনগর স্টেশনে। গাড়ি রাখা নিয়ে বিবাদের জেরে অটোচালকদের হাতে আক্রান্ত হলেন বেশ কয়েকজন সিভিক ভলান্টিয়ার। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার শ্যামনগর স্টেশন চত্বরের ঘটনা। অটোচালকদের মারে আহত হয়েছেন এক পুলিশ আধিকারিকসহ ৫ জন সিভিক ভলান্টিয়ার। ঘটনায় ৫ জন অটো চালককে গ্রেফতার করেছে পুলিশ। যদিও আক্রমণে নেমেছিল বহু অটো চালক।বাকিদের পুলিশ খোঁজ করছে।

এলাকায় গিয়ে দেখা যায়, পরিবেশ বেশ উত্তেজিত। অটো চালকদের মধ্যে বিস্তর ক্ষোভ। আহত এক সিভিক ভলান্টিয়ার জানিয়েছেন, নিষেধাজ্ঞা থাকলেও শ্যামনগর স্টেশন রোডে অটো ঢোকাচ্ছিলেন অটো চালকরা। তখন বাধা দেন এক সিভিক ভলান্টিয়ার। তাঁকে ব্যাপক মারধর করেন প্রায় ৩০ – ৪০ জন অটোচালক। খবর পেয়ে অন্যান্য সিভিক ভলান্টিয়াররা ঘটনাস্থলে পৌঁছলে তাঁদেরও মারধর করা হয়। ধাক্কাধাক্কি করা হয় এক পুলিশ আধিকারিককে। অভিযোগ, বাঁশ, লাঠি, রড নিয়ে হামলা চালান সিভিক ভলান্টিয়াররা। ছোড়া হয় আধলাও। তাতে এক সিভিক ভলান্টিয়ারের মাথা ফেটেছে বলে জানা গিয়েছে। আহতদের ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা চলছে। অটো চালকদের অভিযোগ বেআইনি ঘুষ নিয়ে সিভিকরা পরিবেশ খারাপ করে দিচ্ছে।


খবর পেয়ে আইসির নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছয় বাহিনী। সেখান থেকে ৫ জন অটোচালককে গ্রেফতার করেন পুলিশ আধিকারিকরা। বাকি আক্রমণকারীদের পুলিশ খোঁজ করছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!