কর্নাটকে কি এবারেও পদ্ম শিবির? নাকি বদলাতে পারে শাসকদল?

0 0
Read Time:2 Minute, 21 Second

অনুশ্রী পাল : ১০ই মে সকাল ন’টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছিল দক্ষিণের রাজ্য কর্নাটকে, সন্ধ্যা ছটা পর্যন্ত চলেছিল এই ভোট গ্রহণপ্রক্রিয়া। কর্ণাটক- দক্ষিণের রাজ্যতে বিধানসভায় ২২৪ টি আসন রয়েছে। সূত্রের খবর শান্তিপূর্ণভাবেই মিটেছিল ভোট দান পক্রিয়া , অশান্তি তেমন কোন খবর মেলেনি।

এর আগের বিধানসভা নির্বাচনে অর্থাৎ ২০১৮ তে, মোট ভোট দানের হার ছিল ৭২ শতাংশ। ভোট শেষ হওয়া পর্যন্ত ইলেকশন কমিশন জানিয়েছেন এবারের বিধানসভা নির্বাচনে মোট ভোটদানের হার ৬৫.৭০ শতাংশ।

এ দিন নির্বাচন কমিশন জানিয়েছে, কর্নাটক এর মধ্য চিকাবল্লাপুর জেলায় সবচেয়ে বেশি ভোট পড়েছে ,ওই জেলায় ভোটদানের হার ৭৬.৬৪ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে বৃহত্‍ বেঙ্গালুরু দক্ষিণে। সেখানে ভোটদানের হার ৪৮.৬৩ শতাংশ।

প্রথমে ধীরে ধীরে ভোট দান শুরু হলেও পরে ভির উপচে পড়ে। এদিন ভোটে একাধিক হেভিওয়েট ভোটার ছিলেন। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী, মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়া, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা এবং ডিভি সদানন্দ গৌড়া। কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, জগদীশ শেট্টার প্রমুখ।

ভোটের পরে কংগ্রেস ও বিজেপি দুই শিবিরই জয়ের ব্যাপারে আশাবাদী বলে জানিয়েছে। মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ার জানিয়েছেন, এবারেও বিজেপি বিপুল আসনে জিতে কর্নাটকের মসনদে বসবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!