দ্য কাশ্মীর ফাইলস,কেরলা স্টোরির পরে এবার আসছে
‘দ্য ডায়ারি অফ ওয়েস্ট বেঙ্গল’ – চূড়ান্ত বিতর্ক

0 0
Read Time:2 Minute, 52 Second

নিউজ ডেস্ক::সাম্প্রতিককালে বাংলা সিনেমার জগতে সবচেয়ে বেশি বিতর্ক হয় দুটি ছবি নিয়ে। বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files), বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) ছবি দুটিকে কেন্দ্র করে বিতর্কের শেষ নেই ইন্ডাস্ট্রি এবং গোটা ভারতবর্ষে। সদ্য মুক্তিপ্রাপ্ত দ্য কেরালা স্টোরি নিয়ে বিতর্কের আগুন এখনো জ্বলছে। তারই মধ্যে এবার আসছে একটি নতুন ছবি ‘দ্য ডায়েরী অফ ওয়েস্ট বেঙ্গল’। স্বাভাবিক কারণেই শুরু হয়েছে নতুন বিতর্ক। সনোজ মিশ্রা (Sanoj Mishra) পরিচালিত এই ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে সদ্য। সেই ট্রেলার দেখার পর থেকেই তোলপাড় হয়েছে সোশ্যাল মিডিয়া। যে ট্রেলারে বলতে শোনা যাচ্ছে, পশ্চিমবঙ্গ দ্বিতীয় কাশ্মীরে পরিণত হয়েছে কিংবা পশ্চিমবঙ্গের পরিস্থিতি কাশ্মীরের থেকেও খারাপ। ছবিটি তৈরি করার পিছনে রাজনীতির গন্ধ খুঁজে পাচ্ছে শাসক শিবির।

যা জানা যাচ্ছে,ছবিটির বিরুদ্ধে বাংলার সম্মান ক্ষুন্ন করার চেষ্টার অভিযোগ উঠছে। এর পরিপ্রেক্ষিতে পরিচালক সনোজ মিশ্রাকে জিজ্ঞাসাবাদের জন্য আগামী ৩০ শে মে ডাকা হয়েছে। পরিচালকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি, আইটিআইন এবং সিনেমাটোগ্রাফি আইনের বিভিন্ন ধারায় এফআইআর দায়ের হয়েছে। পরিচালকের অবশ্য দাবি,বাংলার সম্মান ক্ষুন্ন করার জন্য এই ছবিটি তৈরি করা হয়নি। আমরা বাস্তবটা তুলে ধরার চেষ্টা করেছি। ছবিটা ভালভাবে গবেষণা করার পরেই তৈরি হয়েছে”। সদ্য মুক্তি পাওয়া এই ছবির ট্রেলারে দেখা গিয়েছে বাংলায় ঘটে যাওয়া কিছু বিতর্কিত হিংসাত্মক দৃশ্য। ছবির ট্রেলারে বাংলার রাজনৈতিক কিছু ব্যক্তিত্বদের সংলাপ ব্যবহার করা হয়েছে। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলে একটি চরিত্রকেও এখানে দেখানো হয়েছে। মুখ্যমন্ত্রীর নামও ব্যবহার করা হয়েছে সরাসরি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!