Rath Yatra 2023 : জেনে নিন রথ যাত্রায় ব্যবহৃত তিনটি রথের নাম

0 0
Read Time:1 Minute, 18 Second

ইশা ভক্ত : ভারতের অতি প্রাচীনতম ও পবিত্র উৎসব গুলির মধ্যে অন্যতম হলো রথ যাত্রা । ভারতের বিভিন্ন জায়গায় এই রথ উৎসব পালন করা হলেও উড়িষ্যার পুরীর রথ যাত্রা পৃথিবী বিখ্যাত ।

মনে করা হয় , রথযাত্রার দিন জগন্নাথ দেব , বলরাম দেব ও তাদের বোন সুভদ্রা দেবী , রথে করে মাসি গুন্ডিচার বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরে যান। রথযাত্রা তে যে তিনটি রথে করে তারা যাত্রা করেন , তাদের ভিন্ন ভিন্ন নাম রয়েছে ।

জগন্নাথ দেবের রথের নাম হলো নান্দী ঘোষ । এই রথে থাকে ১৮ টি চাকা । বলরাম দেবের রথের নাম হলো তালধবজ । তার এই রথে থাকে ১৬ টি চাকা ও সুভদ্রা দেবীর রথের নাম হলো দলদর্পন যাতে থাকে ১২ টি চাকা । এই তিনটি রথের প্রত্যেকটিরই উচ্চতা , রং , আকৃতি একে অপরের থেকে ভিন্ন থাকে । যার ফলে কোনটি কোন দেবতার রথ , তা ভক্তরা সহজেই বুঝতে পারেন ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!