West Bengal Formation Day : ১৯৪৭ সালের সদ্য গঠিত পশ্চিমবঙ্গের মানচিত্র

0 0
Read Time:1 Minute, 34 Second

ইশা ভক্ত : ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট , ভারত ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্তি পায় ও স্বাধীনতা লাভ করে । তবে এই স্বাধীনতার কারণ হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলো বাংলা বিভাগ । মাউন্টব্যাটেন পরিকল্পনা অনুযায়ী ধর্মের ভিত্তিতে বাংলাকে দুটি ভাগে ভাগ করা হয় । একটি হয় পশ্চিমবঙ্গ ও ওপর অংশটি হলো পূর্ববঙ্গ । ১৯৪৭ সালের ২০ জুন এই বঙ্গভঙ্গের সিদ্ধান্ত টি নেওয়া হয়েছিল ।

বর্তমানে পশ্চিমবঙ্গের মানচিত্রের আকৃতি যেমন , ১৯৪৭ এর বঙ্গভঙ্গের পরের পশ্চিমবঙ্গের মানচিত্রের আকৃতি তেমনটা ছিলো না । বর্তমানে পশ্চিমবঙ্গের মানচিত্রে জেলা রয়েছে ২৩ টি । কিন্তু ১৯৪৭ এ সদ্যগঠিত পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা ছিল ১৪ টি । এই ১৪ টির মধ্যে ৮ টি জেলা বর্তমানেও অপরিবর্তিত রয়েছে ।

১৯৪৭ এর সদ্যবিভক্ত বাংলার পশ্চিম অংশের অর্থাৎ পশ্চিমবঙ্গের ১৪ টি জেলা হলো – দার্জিলিং , জলপাইগুড়ি , পশ্চিম দিনাজপুর , মালদা , মুর্শিদাবাদ , বীরভূম , নদীয়া , বর্ধমান , বাঁকুড়া , হুগলি , কলকাতা , হাওড়া , ২৪ পরগণা ও মেদিনীপুর ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!