রবিবার কোলকাতায় সর্বধর্ম প্রার্থনা সভা হলো ‘ক্যাথলিক এসোসিয়েশন অফ বেঙ্গল’ এর উদ্যোগে।

0 0
Read Time:2 Minute, 31 Second

নিউজ ডেস্ক::এক মহা সঙ্কটের মধ্য দিয়ে চলেছে বাংলা তথা ভারত তথা বিশ্ব। পরের পর ট্রেন দুর্ঘটনা,মণিপুরে বীভৎস দাঙ্গা, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ কে কেন্দ্র করে তৃতীয় বিশ্ব যুদ্ধের ইঙ্গিত,বাংলায় পঞ্চায়েত নির্বাচবকে কেন্দ্র করে রক্তপাত – এই সবটা নিয়েই এখন অশান্ত পৃথিবী। ঠিক সেই দাঙ্গা বিদ্ধস্ত পৃথিবীতে শান্তির বার্তা নিয়ে গতকাল বিকেলে প্রার্থনার আয়োজন করেছিলেন ক্যাথলিক এসোসিয়েশন অফ বেঙ্গল। পার্ক সার্কাসের ডন বস্কো স্কুলের হলে অনুষ্ঠিত হয় এই সর্বধর্ম শান্তির জন্য প্রার্থনা সভা। এই সভায় সমস্ত ধর্মের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উপস্থিত ছিলেন তৃণমূলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার, বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের ওয়াজেউল হক,রাজ্যসভার প্রাক্তন সাংসদ ও দৈনিক পুবের কলমের সম্পাদক আহমদ হাসান ইমরান,শিল্পী শুভা প্রসন্ন,রামকৃষ্ণ মিশনের স্বামী পরমানন্দ মহারাজ,বৌদ্ধ ভিক্ষুনী মিয়াও রু,ফাদার জেকভ ম্যাথুও,পার্শী ধর্মের প্রতিনিধি আরওয়া জিমি সহ বহু বিশিষ্ট মানুষ।

সকলেই বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করেন। দেশের শান্তির বাণী সর্বত্র পৌঁছে দেওয়ার কথা বলেন। জয়প্রকাশ মজুমদার বিশ্ব শান্তির পক্ষে রবীন্দ্রনাথের কবিতার উল্লেখ করেন। এদিন আহমদ ইমরান মণিপুরের সাম্প্রতিক ঘটনার নির্মমতার কথা উল্লেখ করে বলেন,ওদের আন্দোলন এম্বুলেন্স পর্যন্ত আটকে দিয়েছিল – যা বিশ্ব মানবতার পরিপন্থী। এর বিরুদ্ধে ও শান্তির পক্ষে সমস্ত মানুষকে এক হতে হবে। সকলেই সমবেতভাবে শান্তির পক্ষে প্রার্থনায় অংশ নেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!