বাংলায় নতুন মুখ্যসচিব

0 0
Read Time:4 Minute, 21 Second

নিউজ ডেস্ক::রাজ্য ব্যস্ত পঞ্চায়েত নির্বাচনে। তারই মধ্যে রাজ্যের শীর্ষ আমলা (New CS) পরিবর্তনে তোড়জোড়। বর্তমান মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর কার্যকালের মেয়াদ এইমাসেই শেষ হচ্ছে। যে কারণে তাঁর কার্যকালের মেয়াদ বাড়ানো কিংবা নতুন মুখ্যসচিব নিয়োগের প্রক্রিয়া শুরু করতে হবে রাজ্য সরকারকে। সেখানে রাজ্যের ইচ্ছার সঙ্গে কেন্দ্রের অনুমতিও জরুরি।

বর্তমান মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত বলেই পরিচিত। সূত্রের খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রী চাইছেন তাঁর মেয়াদ বাড়াতে। কিন্তু কেন্দ্র তাতে অনুমতি দেবে কিনা তা নিয়েই জল্পনা। কেননা আইএএস এবং আইপিএসদের নিয়োগের বিষয়টি দেখে থাকে কেন্দ্রের কর্মিবর্গ (পার্সোনেল) মন্ত্রক।

বর্তমান মুখ্যসচিবকে নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিজের অবস্থান প্রকাশ করেছেন প্রকাশ্যে। হরিকৃষ্ণ দ্বিবেদীর বিরুদ্ধে নিয়মের বাইরে গিয়ে সুযোগ নেওয়ার অভিযোগ তুলেছেন বারে বারে। এই অভিযোগ তিনি কেন্দ্রের কাছেও পৌঁছে দিয়েছেন।

রাজ্যে পঞ্চায়েত ভোট ঘোষণার পরেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিল্লি গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে। সূত্রের খবর অনুযায়ী, সেখানে বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। তবে এব্যাপারে কোনও পক্ষই এই বিষয়টির সত্যতা স্বীকার করেনি।
কেন্দ্রের কর্মিবর্গ (পার্সোনেল) মন্ত্রক রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে। তবে দিল্লির সরকারি মহলের অনেকেই বলে থাকেন, প্রধানমন্ত্রী মোদীকে জানিয়ে এই দফতর নিয়ে সিদ্ধান্ত নেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেক্ষেত্রে রাজ্যের নতুন মুখ্যসচিবের ক্ষেত্রে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ।

এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার রাজি না হলে, ১ জুলাই রাজ্যের নতুন মুখ্যসচিবের নাম ঘোষণা করা হতে পারে। এব্যাপারে এগিয়ে রয়েছেন বর্তমান স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা। রাজ্যে সাধারণভাবে স্বরাষ্ট্রসচিবের মুখ্যসচিবের পদে বসার রেওয়াজ রয়েছে। এবারও তাই হতে পারে।

নবান্নের অলিন্দের একাংশ বলছেন, বর্তমান পরিস্থিতিতে রাজ্যে পরবর্তী মুখ্যসচিব হতে চলেছে বিপি গোপালিকাই। পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন হওয়ার আগেই তাঁর নিয়োগ সম্পন্ন হয়ে যাবে। সেক্ষেত্রে রাজ্যে নতুন স্বরাষ্ট্রসচিব কে হবেন, তা এখনও জানা যায়নি। এব্যাপারে সিদ্ধান্ত নিয়ে থাকেন মুখ্যমন্ত্রী। তিনিই যথাসময়ে তা ঘোষণা করবেন বলে খবর।

অন্যদিকে যদি বিপি গোপালিকা রাজ্যের নতুন মুখ্যসচিব হন, তাহলে তাঁর কার্যকালের মেয়াদ সাধারণভাবে থাকবে ৩১ মে, ২০২৪ পর্যন্ত। অর্থাৎ পরবর্তী লোকসভা নির্বাচন পর্যন্ত তিনিই রাজ্যের মুখ্যসচিব থেকে যাবেন। এখন অপেক্ষা কেন্দ্রের সিদ্ধান্তের ওপরে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!