মালদহে তৃণমূল কর্মাধ্যক্ষের যোগদান সিপিএমে

0 0
Read Time:4 Minute, 20 Second

নিউজ ডেস্ক::পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে, ততই তৃণমূলে ভাঙন তীব্র হচ্ছে। মুর্শিদাবাদ থেকে শুরু করে বীরভূম, হাওড়া, উত্তর ২৪ পরগনায় সংখ্যালঘু ভোটব্যাঙ্ক হারাচ্ছে তৃণমূল। সংখ্যালঘু নেতারা কংগ্রেসে ফিরে আসছেন, আবার অনেকে যোগ দিচ্ছেন সিপিএমেও।

তেমনই মালদহের মানিকচকে তৃণমূল ছেড়ে সিপিএম যোগ দিলেন আসাউজ্জামান। আসাউজ্জামান মানিকচক পঞ্চায়েত সমিতির প্রাণী ও মৎস কর্মাধ্যক্ষ। আবার কংগ্রেসে যোগ দেন ১৩৫ নম্বর বুথের বুথ সভাপতি রিঙ্কু আলম। প্রায় ৪০০ নেতা-কর্মী তাঁদের সঙ্গে এদিন যোগ দন সিপিএম-কংগ্রেসে।

সিপিএম নেতা মহম্মদ ইয়ামানুদ্দিনের হাত ধরে আসাউজ্জামান তৃণমূল ছেড়ে সিপিএমে যোগ দেন। একইসঙ্গে খড়গ্ৰামেও ভাঙন ধরে ঘাসফুল শিবিরে। মঙ্গলবার তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন প্রায় ৩ হাজার কর্মী-সমর্থক। এদিন ফের ভাঙন ধরে বাগনান ২ নম্বর ব্লক থেকে নির্বাচিত তৃণমূল কংগ্রেস জেলা পরিষদ সদস্যা সুষমা পারভিন।

তৃণমূল কংগ্রেস জেলা পরিষদ সদস্যা সুষমা পারভিন মঙ্গলবার উলুবেড়িয়ায় অবস্থিত হাওড়া গ্রামীণ জেলা কংগ্রেস অফিসে এসে হাওড়া জেলা কংগ্রেস সভাপতি পলাশ ভান্ডারির হাত ধরে জাতীয় কংগ্রেসের পতাকা তুলে নেন। তিনি শ্যামপুর থেকে অন্যান্য কেন্দ্রের সঙ্গে জেলা পরিষদে জাতীয় কংগ্রেস দলের হয়ে মনোনয়নও জমা দিলেন|

ভোট ঘোষণা হওয়ার পরই মানিকচকে তৃণমূলে ভাঙন ধরতে শুরু করে। তৃণমূল ছেড়ে কংগ্রেসে ও সিপিএমে যোগ দেওয়ার হিড়িক পড়ে যায়। আসাউজ্জামান ও রিঙ্কু আলমের নেতৃত্বে যথাক্রমে সিপিএম ও কংগ্রেসে যোগদান হয়।

এনায়েতপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেস সহ সভাপতি মহম্মদ তাফাজ্জাল হোসেন বলেন, তৃণমূলের টিকিট না পাওয়ার কারণেই সিপিএমে যোগদান করেছে আসাউজ্জামান। এদিকে, খড়গ্ৰামেও ভাঙন ধরল ঘাসফুল শিবিরে। মঙ্গলবার তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য বুথ সভাপতি, অঞ্চল সভাপতি, পঞ্চায়েত কর্মাধ্যক্ষ-সহ প্রায় তিন হাজার কর্মী-সমর্থক।

খড়গ্ৰাম ব্লকের নগর দলীয় কার্যালয়ে খড়গ্ৰাম ব্লক কংগ্রেসের সভাপতি আবুল কাশেম মল্লিকের হাত ধরে এদিন খড়গ্রাম ব্লক এলাকার পারুলিয়া কীর্তিপুর-এই দুই গ্রাম পঞ্চায়েতের একাধিক পঞ্চায়েত সদস্য, অঞ্চল সভাপতি, বুথ সভাপতিরা কংগ্রেসের দলীয় পতাকা হাতে তুলে নিলেন। মঙ্গলবার মনোনয়ন পত্র জমা দেওয়ার ঠিক আগেই কংগ্রেসে যোগ দিলেন ওই তৃণমূল কর্মীরা।

পঞ্চায়েত ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের দলবদল চলছেই। প্রতি মুহূর্তে বদলাচ্ছে রাজনৈতিক হিসেবনিকেশ। পঞ্চায়েত নির্বাচনের আগে শক্তিক্ষয় হচ্ছে শাসকদল তৃণমূলের? ফলে তৃণমূল পঞ্চায়েত নির্বাচনে সাফল্য ধরে রাখতে পারবে কি না, তা নিয়ে ঘুরপাক খাচ্ছে অনেক প্রশ্নই।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!