ভারতের টেস্ট দলে ওয়েস্ট ইন্ডিজ সফরে বড় বদল নয়

0 0
Read Time:3 Minute, 57 Second

নিউজ ডেস্ক::আগামী মাসেই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে ভারতীয় দল। দুই টেস্টের সিরিজ শুরু ১২ জুলাই। তারপর রয়েছে সাদা বলের দুই ফরম্যাটের সিরিজ। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পরাজয়ের পর ভারতের টেস্ট দল কেমন হবে তা নিয়ে চলছে চর্চা।

বিসিসিআই সূত্রকে উল্লেখ করে ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, ক্যারিবিয়ান সফরের টেস্ট দলে বড় রদবদল হবে না। বিশ্রাম দেওয়া হতে পারে মহম্মদ শামিকে। তবে চেতেশ্বর পূজারা জায়গা ধরে রাখতে পারবেন কিনা তা নিয়ে সংশয় থাকছে।

রোহিত শর্মাই নেতৃত্ব দেবেন। তাঁর সঙ্গেই শুভমান গিল, বিরাট কোহলি ও অজিঙ্ক রাহানের জায়গা পাকা। যেহেতু এই সিরিজ দিয়েই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রটি শুরু হচ্ছে তাই একেবারেই হাল্কাভাবে নেওয়া হচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে। প্রতিটি টেস্ট গুরুত্বপূর্ণ, ফলাফলের উপর নির্ভর করবে পয়েন্ট তালিকা। তাই পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে না।

ডমিনিকা ও ত্রিনিদাদে হবে দুটি টেস্ট। তিন নম্বর ব্যাটিং পজিশন নিয়ে ভাবনাচিন্তা চলছে। ২০২০ সাল থেকে পূজারা ৫২টি ইনিংসে মাত্র একটিই শতরান পেয়েছেন, অর্ধশতরান ১১টি। গড় ২৯.৬৯। গত ডিসেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ৯০ ও অপরাজিত ১০২ রানের ইনিংস বাদ দিলে ব্যাটিং গড় ২৬.৩১। ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল-সহ বেশ কিছু ক্ষেত্রে পূজারার শট বাছাই নিয়েও প্রশ্ন উঠেছে।

পূজারাকে ক্যারিবিয়ান সফরের দলে রাখা হলেও প্রথম একাদশে জায়গা পাওয়া নিশ্চিত নয় কোনওভাবেই। তিন নম্বরের জন্য ভাবা হচ্ছে যশস্বী জয়সওয়ালকেও। বর্ডার-গাভাসকর ট্রফি থেকে টানা খেলছেন মহম্মদ শামি। আইপিএলে ১৭টি ম্যাচ খেলেছেন, সর্বাধিক উইকেটশিকারীও হন। টেস্ট সিরিজে শামিকে বিশ্রাম দিয়ে সাদা বলের সিরিজে খেলানো হতে পারে।

মহম্মদ সিরাজের ওয়ার্কলোড ম্যানেজমেন্টেও নজর থাকবে। তাঁকে এমনভাবে খেলানো হবে যাতে গুরুত্বপূর্ণ ওডিআই ম্যাচগুলিতে খেলতে পারেন। সিরাজকে প্রস্তুত রাখা হবে বিশেষভাবে বিশ্বকাপ ও এশিয়া কাপের জন্য। অর্শদীপ সিং, উমরান মালিকদের রাখা হতে পারে দলে। তবে উমরানকে টেস্ট ও ওডিআই দলে রাখা হলেও টি ২০ দলে রাখা হবে কিনা তা দেখার।

ওভালে ব্যাট হাতে হতাশ করলেও কেএস ভরত প্রথম উইকেটকিপার হিসেবে দলে থাকবেন। দ্বিতীয় উইকেটকিপার হিসেবে ঈশান কিষাণ, নাকি সঞ্জু স্যামসনকে রাখা হবে তা নিয়ে চর্চা চলছে। ঈশান দলীপ থেকে সরে দাঁড়িয়েছেন। টি ২০ সিরিজে তারুণ্য নির্ভর দল গড়ে বিশ্রাম দেওয়া হবে সিনিয়রদের। হার্দিকই নেতৃত্ব দেবেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!