কোন সিরিয়ালের TRP কত?

0 0
Read Time:2 Minute, 56 Second

নিউজ ডেস্ক::সন্ধ্যা নামলেই বেশিরভাগ পরিবারে চায়ের সঙ্গী হয় সিরিয়াল। নতুন গল্প, নতুন চরিত্র, গল্পের নতুন মোড় দৈনন্দিন সমস্যা থেকে কিছুক্ষণের জন্য হলেও মুক্তি দেয়। তবে সিরিয়ালের জনপ্রিয়তার ওঠানামা আছে।

অনেক সময় একই গল্প খুব বেশি দিন ভাল লাগে না দর্শকের। আবার অনেক সময় একটাই সিরিয়াল জনপ্রিয়তার শীর্ষে থাকে দীর্ঘ সময় ধরে। এই সপ্তাহেও টিআরপি তালিকায় উত্থান পতন দেখা গিয়েছে। গত সপ্তাহের মতোই এই সপ্তাহেও প্রথম স্থানে রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’।

এই সিরিয়ালে কোনও বড় চমক আছে বলেই মনে করছেন দর্শকেরা। ৭.৮ রেটিং রয়েছে ওই সিরিয়ালের। তবে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ‘গৌরী এল’। শৈলমা চরিত্রটি নতুন ভাবে ফিরে আসার পর থেকেই এই গল্পে মোড় ঘুরতে শুরু করেছে। ৭.১ পেয়ে তিন থেকে দুই নম্বর স্থানে চলে এসেছে সেটি।

তবে অনেক দিন ধরে প্রথমে থাকা ‘জগদ্ধাত্রী’ সিরিয়ালটি চলে গিয়েছে তিন নম্বরে। মহিলা গোয়েন্দার গল্প প্রথম থেকেই বেশ জনপ্রিয়তা পেয়েছিল। পরে সেটা কমতে শুরু করেছে। আর তারপরই রয়েছে ‘নিমফুলের মধু’। মূল চরিত্র পর্ণার যেভাবে একের পর এক চ্যালেঞ্জ করে চলেছে, তাতে মুগ্ধ দর্শকেরা।

পাঁচ নম্বরে থাকা ‘হরগৌরী পাইস হোটেল’ নিয়ে শুরু হয়েছে জোর গুঞ্জন। শোনা যাচ্ছে, বন্ধ হয়ে যাবে এই সিরিয়াল। ভক্তরাও হতাশ হয়ে পড়েছেন। যদিও সিরিয়ালের অভিনেতা-অভিনেত্রীরা বলছেন, এই খবর সত্যি নয়। এরপর তালিকায় পরপর রয়েছে ‘বাংলা মিডিয়াম’, ‘রাঙা বউ’, ‘এক্কা দোক্কা’, ‘পঞ্চমী’, ‘মেয়েবেলা’, ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’, ‘গাঁটছড়া’, ‘সোহাগজল’।

এর মধ্যে মেয়েবেলা সিরিয়াল বন্ধ হওয়ার কথাও বলছেন কেউ কেউ। মাত্র ৬ মাস বয়স হয়েছে এই সিরিয়ালের। এর মধ্যে কেন বন্ধ হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। পরিচালকের পোস্ট ঘিরেও বেড়েছে জল্পনা। তবে এই সিরিয়ালগুলি যদি বন্ধ হয়েও যায়, তার জায়গায় নতুন কোনও সিরিয়াল আসছে কি না, তা জানা যায়নি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!