লিওনেল মেসির দ্রুততম গোলের সাক্ষী বেজিং

0 0
Read Time:3 Minute, 15 Second

নিউজ ডেস্ক::লিওনেল মেসি ৩৬ পূর্ণ করবেন ২৪ জুন। কিন্তু বয়স যে তাঁর কাছে নেহাতই সংখ্যামাত্র তার প্রমাণ দেখিয়ে দিলেন এলএম টেন। বেজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিতে মুখোমুখি হয়েছিল আর্জেন্তিনা ও অস্ট্রেলিয়া।

সকারুদের ২-০ গোলে হারিয়ে দিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। আর এই ম্যাচেই প্রথম গোলটি করেই নয়া নজির মেসির।

খেলা শুরুর ৮০ সেকেন্ডের মধ্যেই বিপক্ষের বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে দর্শনীয় গোল করেন আর্জেন্তিনার অধিনায়ক। মেসির ৮০০-র উপর গোল রয়েছে। তবে দুই মিনিটের মধ্যে তিনি গোল পেলেন এই প্রথম। ফুটবলপ্রেমীরা এখন থেকেই অপেক্ষা করতে শুরু করলেন এক মিনিটের মধ্যে মেসির গোল দেখার।

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আর্জেন্তিনা খেলেছিল প্রি কোয়ার্টার ফাইনালে। তারপর ফের এদিন। গরম ও আর্দ্রতার চ্যালেঞ্জের মধ্যেও দল যেভাবে খেলে জিতেছে তাতে খুশি মেসি। সোমবার ইন্দোনেশিয়ার বিরুদ্ধে আর্জেন্তিনা জাকার্তায় খেলবে। সেই ম্যাচে অবশ্য মেসি খেলবেন না।

এর আগে, মেসি নিজের কেরিয়ারের দ্রুততম গোলটি করেছিলেন ২০১৮ সালে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেই ম্যাচে মেসি বার্সেলোনার হয়ে চেলসির বিরুদ্ধে ১২৭ সেকেন্ডের মাথায় গোল করেছিলেন। সেই নজির ভেঙে গেল বেজিংয়ে। আর্জেন্তিনার হয়ে এদিনের ম্যাচে দ্বিতীয় গোলটি করেন জার্মান পাজেলা। ম্যাচের ৬৮ মিনিটের মাথায়।

মেসিই ছিলেন যাবতীয় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। তাঁর কাছে এদিন পৌঁছে যান একজন ভক্তও। মেসিকে ক্যামেরাবন্দি করে রাখলেন অনেকেই। আর্জেন্তিনার হয়ে টানা সাতটি ম্যাচেই গোল করলেন মেসি। তিনি এদিন বলেন, বয়সের কারণে পরবর্তী বিশ্বকাপ খেলা কঠিন। সামনে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব ও কোপা আমেরিকা রয়েছে।

অবসর প্রসঙ্গে মেসি বলেছেন, আমি এখন বিশ্বচ্যাম্পিয়ন। এখনও অবসর নিইনি। আমি এখন ফুটবল উপভোগ করতে চাই। ফুটবল খেলার পাশাপাশি স্পটলাইটের বাইরে থেকে পরিবারকে আরও বেশি সময় দেওয়ার পরিকল্পনার কথাও জানান মেসি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!