বাংলায় বন্দে ভারতের ফুলঝুরি

0 0
Read Time:2 Minute, 55 Second

নিউজ ডেস্ক : বন্দে ভারত এক্সপ্রেস ও বন্দে ভারত মেট্রো নিয়ে কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়া সরগরম। মুর্শিদাবাদ জেলা দু-দুটো বন্দে ভারত মেট্রো পেয়েছে, এই খবরে তুমুল উল্লসিত হন জেলাবাসী।

একটা-দুটো নয়। হাওড়া ও শিয়ালদহ থেকে একাধিক বন্দে ভারতের সময়সূচি, কোন স্টেশনে ট্রেনগুলি দাঁড়াবে, এই তথ্য সম্বলিত নির্দেশিকা মুহূর্তে ভাইরালও হয়ে গিয়েছে। অবশেষে এ প্রসঙ্গে বড় ঘোষণা করল পূর্ব রেল।

হাওড়া-গোয়া, আসানসোল-বারাণসী, মালদহ টাউন-পাটনা, হাওড়া-আজিমগঞ্জ, জামালপুর-শিয়ালদহ, শিয়ালদহ-লালগোলা, হাওড়া-ভাগলপুর রুটে বন্দে ভারত চলবে বলে রেলের নির্দেশিকার মতোই পিডিএফ ডকুমেন্ট ছড়িয়ে পড়ে। শীতাতপ নিয়ন্ত্রিত ৮ বগির বন্দে ভারত সপ্তাহে ৬ দিন চলবে বলেও জানানো হয়।

মুর্শিদাবাদ জেলার মানুষ এ কথা জেনে সবচেয়ে বেশি উচ্ছ্বসিত হন। কেন না, একদিকে যেমন লালগোলা পর্যন্ত গাড়ির কথা উল্লেখ করা হয়, তেমনই ব্যান্ডেল-কাটোয়া সেকশন হয়ে জোড়া বন্দে ভারতের কথা বলা আছে ভাইরাল হওয়া ডকুমেন্টে। ব্যান্ডেল, অম্বিকা কালনা, নবদ্বীপ ধাম, কাটোয়া, সালার, খাগড়াঘাট, জঙ্গিপুরে ট্রেনগুলি থামা নিয়ে জল্পনা চলতে থাকে।

যদিও এমন কোনও পরিকল্পনা রেলের নেই বলে জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। তিনি বলেন, সোশ্যাল মিডিয়া ও কয়েকটি সংবাদমাধ্যমে যে রুটগুলিতে বন্দে ভারত ট্রেন চালানোর কথা বলা হয়েছে তা কল্পনাপ্রসূত ও ভিত্তিহীন। এই রুটগুলিতে বন্দে ভারত চালানো নিয়ে আলোচনাও হয়নি।

বন্দে ভারত এক্সপ্রেস কোন রুটগুলিতে চলবে তা সঠিকভাবে জানতে বিভিন্ন জোনের সরকারি নির্দেশিকায় নজর রাখার কথাও বলা হয়েছে পূর্ব রেলের তরফে। ভুয়ো খবর ছড়ানোর তীব্র নিন্দাও করেছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক। এ ধরনের ভুয়ো খবর জনমানসে বিভ্রান্তি তৈরি করে এবং নানা অপব্যাখ্যা হয় বলেও জানিয়েছেন তিনি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!