পুনর্নির্বাচন ৬৯৬ বুথে – পর্যাপ্ত মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

0 0
Read Time:3 Minute, 39 Second

নিউজ ডেস্ক: আজ সকালে নির্দিষ্ট সময় বাংলার ৬৯৬ টি বুথে পুনর্নির্বাচন শুরু হয়েছে। এখন পর্যন্ত নির্বাচন শান্তিপূর্ণ। সোমবার পঞ্চায়েত ভোটের মোট ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। প্রতি বুথে মোতায়েন আছে কেন্দ্রীয় বাহিনীর ৪জন করে জওয়ান। সবচেয়ে বেশি পুনর্নির্বাচন হচ্ছে মুর্শিদাবাদে। সেখানে মোট ১৭৫টি বুথে ভোটগ্রহণ চলবে। দুই নম্বরে রয়েছে মুর্শিদাবাদের পাশের জেলা মালদহ। সেই জেলায় মোট ১০৯টি বুথে ভোট নেওয়া হচ্ছে। কোথাও দেদার ছাপ্পা, কোথাও ব্যালট বাক্সে ঢেলে দেওয়া হয়েছে জল, কোথাও আবার ব্যালট বাক্স ভাসতে দেখা গেছে পুকুরে। ব্য়ালট জ্বালিয়ে দেওয়ার ছবিও সামনে এসেছে। এক এক জায়গায় ব্যালট বাক্স নিয়ে ছুটে বেরিয়ে যেতে দেখা গিয়েছে। বুথের মধ্যেই বোমাবাজির ঘটনা সামনে এসেছে। ভোট দিতে এসে ভোটারের মৃত্যুর খবরও সামনে এসেছে। এর জেরে শনিবার অর্থাৎ ৮ জুলাই, অনেক বুথেই হয়নি ভোটগ্রহণ। এরপরই ওই সমস্ত বুথে পুনর্নির্বাচনের দাবি তুলেছিল বিরোধীরা। এই প্রেক্ষাপটেই সোমবার অর্থাৎ ১০ জুলাই ফের ভোটগ্রহণ হচ্ছে কিছু বুথে।

বারুইপুর পূর্বের বেগমপুর পুরী প্রাথমিক অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে ৫৩ নম্বর বুথে আজ পুনরায় ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল ৭টা থেকে। শনিবার এখানে অশান্তির ঘটনা ঘটে। এই ৫৩ নম্বর বুথে, ব্যালট বক্স জলে ফেলা দেওয়া হয়। এর পর পুলিস সেই ব্যালট বক্স উদ্ধার করে থানায় নিয়ে যায়। আজ সেই ৫৩ নম্বর বুথে সকাল ৭টা থেকে ভোট শুরু হয়েছে।
পান্ডুয়ার সাতঘরিয়া প্রাথমিক স্কুল ২৬২ নম্বর বুথে পুনর্নির্বাচন হচ্ছে।এই বুথে ভোট বাতিল হয় ব্যালট পেপার বদল হয়ে যাওয়ায়। সাতঘরিয়ায় সিপিএম এর সেখ নিজামউদ্দিন  তৃনমূলের আসগর আলি দুই প্রার্থীর নাম ব্যালটে ছিল না। সেখানে পুনর্নির্বাচন শুরু হয়েছে।
ব্যারাকপুর ব্লক দুইয়ে তেলিনীপাড়া হাইস্কুল দুটি ওয়ার্ডে ভোট দান শুরু শনিবার। এখানে দুটি ওয়ার্ড ৪৩ ও ৪৪ নম্বর ওয়ার্ডের ব্যালট বাক্স ভাঙা হয়। রাজ্য পুলিসের পাশাপাশি রয়েছে কেন্দ্রীয় বাহিনী।
পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভা নন্দীগ্রাম -১ ব্লকের অন্তর্গত বিনন্দপুর শিশু শিক্ষা  কেন্দ্রের ৬৪ নম্বর বুথে পুনরায় গ্রহণ শুরু হয়েছে। 

এখন পর্যন্ত কোনো গন্ডগোলের খবর নেই।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!