বীরভূম জেলাপরিষদ দখল, তৃনমূলের কাঁটা কংগ্রেস

0 0
Read Time:1 Minute, 42 Second

নিউজ ডেস্ক::বীরভূম জেলাপরিষদের বাহান্ন আসনের মধ্যে একান্ন আসনে তৃণমূল এবং এক আসনে বাম কংগ্রেস জোট প্রার্থী জয়ী হয় । আগেই একটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল তৃণমূল । একান্ন আসনে ভোট হয় গত আটই জুলাই । ভোট হওয়া একান্ন আসনের মধ্যে পঞ্চাশ আসনে তৃণমূল এবং এক আসনে বাম কংগ্রেস জোট প্রার্থী জয়ী হয় । নলহাটি দুইনং ব্লকের জেলা পরিষদের ৩৯ নং আসনে তৃণমূলপ্রার্থী বীরভূম জেলা পরিষদের বিদায়ী শিক্ষা কর্মাধ্যক্ষ আবু জাহের রানাকে ৩২০০ ভোটে হারিয়ে জয়ী হয় বাম কংগ্রেস জোট প্রার্থী সাব্বির হোসেন ।

সাব্বির হোসেন বলেন, “প্রথমবার লড়ে জিতেছি খুব ভালো লাগছে । মানুষ প্রতিরোধ গড়ে তুলেছিল তাই এই ফলাফল ।” তৃনমূলে যোগদান করবেন ? – এই প্রশ্নের উত্তরে সাব্বির হোসেন বলেন, “সেইকথা সময়ই বলবে ।” সিউড়ি দুইনং ব্লক থেকে জয়ী জেলাপরিষদের তৃণমূল প্রার্থী নুরুল ইসলাম বলেন, “অনুব্রত মণ্ডলের হাতে সাজানো সংগঠন । অনুব্রত মণ্ডল থাকলে ভালো লাগতো । ১৯৮৯ সাল থেকে দিদির সঙ্গে যুব কংগ্রেস করতাম । শেষ জীবন পর্যন্ত দিদির সঙ্গে থাকবো ।”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!