বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের সাংবাদিকদের সঙ্গে কথা

0 0
Read Time:3 Minute, 17 Second

নিউজ ডেস্ক::আজ সকালে নিউটাউন ইকোপার্কে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের বাইট।

আজ গর্বের দিন, উড়বে চন্দ্রযান ৩

এ ভারত নতুন ভারত। অন্তরীক্ষে ভারত অনেক পিছিয়ে ছিল। দেশের প্রতিভা অন্য দেশে গিয়ে কৃতিত্বের ছাপ রেখেছিল। তারা দেশে গুরুত্ব পায়নি। এখন পায়। মোদীজির প্রেরণা। একটা বড় সিনেমার বাজেটে এখন দেশ একটা উপগ্রহ তৈরি করে ফেলছে। তাদের সবাইকে অভিননদন।

পঞ্চায়েতে বলি বেড়ে ৫০

আসাম, ওড়িশায় আমাদের বহু কর্মী এখনও ভর্তি। হিংসা এখনও চলছে। আটকাতে হবে প্রশাসনকে।

ভাঙড়ে আজ নওশাদ

ও তো ওখানের বিধায়ক। বাইরের লোককে মমতা জেড ক্যাটাগরি নিরাপত্তা দিয়ে গোলমাল পাকানোর জন্য ওখানে ঢুকিয়ে রেখেছে। স্থানীয় বিধায়ক যেতে পারবে না?

বিজেপিতে জয়েনিং চলছে

২০১৮ তে রাজ্যে প্রথম পার্টির শক্তি মানুষ টের পায়। মানুষের মনে আশা, এই পঙ্কিল অবস্থা থেকে একমাত্র বিজেপি টেনে তুলতে পারে। তাই তাদের ভরসা বিজেপি।

শহরে পরপর শ্যূট আউট

সারাবছর শ্যূট আউট চলে। আগে বিহার, ইউপি তে চলত। এখন এখানে চলে। এই সরকার না গেলে এ জিনিস চলতে থাকবে।

ভাঙড় শান্ত হচ্ছে না কেন?

এক তরফ সন্ত্রাস করবে, এটাই হয়ে এসেছে। এবার প্রতিরোধ আসছে। প্রশাসন সক্রিয় নয়। তাই খুন জখম বাড়বেই।

রাজ্যে আরও ১০ দিন বাহিনী

বাংলার মানুষের মনে ভয় আছে। কোর্ট আগেই বলেছে বাহিনী থাকবে। তাই আছে।

২০ বুথে রিপোল?

ব্যালট গায়েব সহ একাধিক ঘটনা ঘটেছে। বিডিও দের মদতে ঘটেছে। স্ট্রং রুম পাবলিক পাহারা দিচ্ছে। হিংসা তৃণমূলকে বন্ধ করতে হবে।

ব্যালট খাওয়া বুথে রিপোল

গোটা রাজ্য চিবিয়ে খেয়ে ফেলেছে। আর এ তো সামান্য কিছু ব্যালট।

পঞ্চায়েতে এতো টাকা বলেই এতো হিংসা?

বিচারপতি ন্যায্য কথা বলেছেন। সত্যিই অনেক টাকা। হিসেব নেই। কেউ শাস্তি পায়না। জানে, একবার জিতে যাও। ৫ বছর লুঠ চালাও।

হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিধাননগর থানায় অভিযোগ

দলে থেকেও যারা বিবেকের জ্বালায় মুখ খুলতে শুরু করেছেন, তাদের কি পরিণতি হবে, এই ঘটনা থেকে পরিস্কার।

ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি

তৃণমূল কংগ্রেসের খুব রাগ। কিন্তু এখানে যিনি মালিক, সেই রাজ্যপালকে তো ওরা বলেই যাবেন। তাই তো করছেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!