২০২৪-এ বিজেপিকে কি হারাতে পারবে ইন্ডিয়া

0 0
Read Time:6 Minute, 27 Second

নিউজ ডেস্ক ::

২০২৪-এ বিজেপিকে হারানোই পাখির চোখ বিরোধীদের। সেই কারণেই বিরোধী মঞ্চে নিজেদের মধ্যেকার সমস্ত বিরোধ ঝেড়ে ফেলে এক জোট হয়েছে কংগ্রেস, তৃণমূল, সিপিএম, আম আদমি পার্টির মতো দলগুলি। বিরোধী মঞ্চ ‘ইন্ডিয়া’য় একজোট হয়েছে ২৬টি দল। এখন প্রশ্ন, এই ২৬ দলের জোট কি হারাতে পারবে বিজেপিকে?

২০২৪-এর লোকসভা নির্বাচনের মহাসংগ্রামে এবার সম্মুখ সমরে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র বিরুদ্ধে লড়বে ‘ইন্ডিয়া’। সেই বিরোধী জোট কীভাবে জয়ের রাস্তা প্রস্তুত করে আর কীভাবে জয় হাসিল করতে পারে, তা নিয়েই সম্ভাবনার কথা জানিয়ছেন বিশেষজ্ঞরা। ক্ষমতাশালী বিজেপির বিরুদ্ধে বিরোধী জোটের সম্ভাবনা কতটা, তার সুলুকসন্ধান দিতে চেয়েছেন তাঁরা।

এটা অনস্বীকার্য যে ভারতীয় রাজনীতিতচে গত দুবারের বা প্রায় ১০ বছরের শাসক বিজেপির বিরুদ্ধে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর বা প্রতিষ্ঠনাবিরোধী মানসিকতা দৃঢ়় হয়েছে। সেই ফায়দা কতটা বিরোধীরা তুলতে পারবে, তার উপর অনেকাংশেই নির্ভর করবে ‘ইন্ডিয়া’র ভবিষ্যৎ।

ক্ষমতাসীনদের প্রতি কোনো অসন্তোষ বিরোধীদের একটি অস্ত্র। বিরোধীরা যারা এই সপ্তাহে বেঙ্গালুরুতে সমবেত হয়েছিল, সেখানে তারা তাদের মঞ্চকে ‘ইন্ডিয়া’ নামে আখ্যায়িত করেছে। তারা বোঝাতে চেয়েছে এবার বিজেপির বিরোধিতায় সরব হয়েছে ভারতবর্ষ। বিরোধীরা চাইছে বিজেপির বিরুদ্ধে গণভোট। এখন সেটা কতটা বাস্তাবায়িত হয়, তা-ই দেখার।

এমনই একটা আবহ তৈরি করা হয়েছে বা হচ্ছে যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লড়াই হবে ভারতের বিরুদ্ধে। দেশকে রক্ষা করতে দেশরে সংবিধান ও গণতন্ত্র রক্ষা করার দাবিতে বিরোধীরা শামিল হয়েছে। ২০১৯-এ বিপুল জয়ের পর যে সমস্ত পদক্ষেপ বিজেপি নিয়েছে, তা যে ভারতের পরিপন্থী তা দেখানোর চেষ্টা করছে বিরোধীরা।

বিজেপির বিরুদ্ধে এবার যেভাবে ইন্ডিয়াকে খাঁড়া করা হয়েছে, তার প্রধান দল কংগ্রেস এই মুহূর্তে রাহুল গান্ধীর ভারত জোড়া যাত্রার পর ঝেড়ে উঠতে চাইছে। ইতিমধ্যে দুই রাজ্যে বিজেপিকে তারা হারাতেও সম্ভবপর হয়েছে। আর ভারত জোড়ো যাত্রা অর্থপূর্ণভাবে রাহুল গান্ধীর ব্যক্তিগত জনপ্রিয়তা এবং রাজনৈতিক অবস্থানকে উন্নীত করেছে।
এখন প্রশ্ন হল, কংগ্রেস সেই সাফল্যের উপর ভিত্তি করে নিজেদের গড়ে তুলতে পারবে কি না এবং প্রত্যাবর্তনের দাবিকে জনমানসে তুলে ধরতে পারবে কি না! ২০১৮ সালের ডিসেম্বরে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং রাজস্থানের বিধানসভা নির্বাচনে জয় পেয়েছিল কংগ্রেস। এবারও ২০২৩ সালের ডিসেম্বরে এই তিন রাজ্যের জয়কে ধরে রাখতে হবে কংগ্রেসকে।

গতবার দেখা গিয়েছিল তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে জিতেও পাঁচ মাস পর লোকসভা নির্বাচনে তিন রাজ্যের স্কোরকার্ড ছিল বিজেপি ৬২, কংগ্রেস ৩। এবারও কংগ্রেসের কাছে দুটি রাজ্যের আসন্ন নির্বাচন নিয়ে আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। রাজস্থানেও এবার কড়া প্রতিদ্বন্দ্বিতা হবে।
কিন্তু রাজ্যের নির্বাচনের ফলাফল ২০২৪-এ লোকসভা নির্বাচনে ধরে রাখতে হবে। ২০১৯ সালের ভুল থেকে শিক্ষা নিয়ে কংগ্রেসকে এগোতে হবে। মোদী বনাম গান্ধী প্রতিযোগিতা চলবে। কর্নাটকে প্রচারাভিযানে রাহুল গান্ধীর দৃষ্টিভঙ্গি যেমন গ্রহণযোগ্য হয়েছিল, ভারত গঠনের জন্যও তাঁর দৃষ্টিভঙ্গি জনমানসে পৌঁছে দিতে হবে।

রাহুল-মমতাদের ইন্ডিয়াকে গুরুত্ব দিতে হবে জয়ের অঙ্কে। শুধু এনডিএকে আঘাত করলে হবে না, এনডিএ-কে পরাজিত করতে হবে। দেশে ১৬টি এনডিএ-শাসিত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। সেখানে ২২৬টি লোকসভা আসন রয়েছে এবং সেই রাজ্যগুলির অনেকগুলিতে বিজেপি এবার নড়বড়ে।
এছাড়া ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে বিরোধী মঞ্চ ইন্ডিয়ার দখলে। সেখানে রয়েছে ২৪৩টি লোকসভা আসন। ২০১৯ সালে বিজেপি এই আসনগুলির প্রায় অর্ধেক জিতেছিল। এবার সেখানে বিরোধীদের আধিপত্য বিস্তার করতে হবে। আর রয়েছে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ওড়িশায় রয়েছে ৬৩টি আসন৷

এই তিনটির কোনোটিতেই বিজেপি বা বিরোধীরা তেমন দাঁত ফোটাতে পারবে না। এখন জটিল অঙ্কে দাঁড়াচ্ছে বিজেপির ১৬ রাজ্য বনাম ‘ইন্ডিয়া’র ১১ রাজ্যের লড়াইয়ে এবার নজর থাকবে রাজনৈতিক মহলের। এখন দেখার এই ২৭ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ফলাফল ২০২৪-এ কোনদিকে যায়!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!