মহাকাশে দিশাহীন নাসার মহাকাশযান! 

0 0
Read Time:3 Minute, 40 Second

নিউজ ডেস্ক ::

মহাকাশে পথ হারিয়েছে নাসার মহাকাশযান! মহাকাশযান ভয়েজার ২-এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে নাসার। পৃথিবীতে কোনও ডেটাই প্রেরণ করতে পারছে ভয়েজার-২। নাসার জ্যোতির্বিজ্ঞানীরা মনে করছেন, অ্যান্টেনার ভুল সংযোগেই আন্তঃনাক্ষত্রিক মহাকাশে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে ভয়েজার ২-এর সঙ্গে।

নাসা অর্থাৎ ন্যাশনাল অ্যারোনটিক্স স্পেস অ্যাডমিনিস্ট্রেশন বহু চেষ্টাতেও মহাকাশে ভয়েজার ২-এর সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারছে না। তবে নাসা আশাবাদী এই সমস্যা তারা শীঘ্র কাটিয়ে উঠতে পারবে। ভয়েজার ২ নামক মহাকাশযানটি পৃথিবীর সবথেকে দূরবর্তী স্থানে থাকা ভয়েজার ১-এর থেকে সামান্য পিছিয়ে রয়েছে।

গত ২১ জুলাই মহাকাশযান ভয়েজার ২-এর অ্যান্টেনাকে ২ ডিগ্রি দূরের বিন্দুতে প্রতিস্থাপন করা হয়েছিল। পৃথিবী থেকে জেট প্রপালশন ল্যাবরেটরি দ্বারাচালিত হচ্ছিল এই মহাকাশযান। ভয়েজার ২-এর অভিযোজন প্রতিবছর একাধিকবার পুনর্গঠন করা হয়।

নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি জানিয়েছে, খুব শীঘ্রই সব রিজেট করে অভিযোজন পুনর্গঠনের পর নিশ্চয়ই যোগাযোগ করা সম্ভব হবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। মহাকাশযানটি পরিকল্পিত গতিপথেই চলতে থাকবে বলে বিশ্বাস করেন নাসার বিজ্ঞানীরা। এখানে উল্লেখ্য, ভয়েজার ২ একমাত্র মহাকাশযান যা ইউরেনাস ও নেপচুন পরিদর্শন করেছে।
১৯৭৭-এর ২০ অগাস্ট ভয়েজার ২ লঞ্চ করেছিল। বর্তমানে তা পৃথিবী থেকে ১৯৯০ কোটি বিলিয়ন দূরে অবস্থান করছে। সূর্যের হেলিওস্ফিয়ার ও অন্যান্য নক্ষত্রের অ্যাস্ট্রেস্ফিয়ারের মধ্যে অবস্থিত। ২০১৮-র ১০ ডিসেম্বর ২ নক্ষত্রের মধ্যে স্থান অন্বেষণ দ্বিতীয় মহাকাশযান হয়ে ওঠে।

ভয়েজার ১ পৃথিবী থেকে ২৪ বিলিয়ন বা ২৪০০ কোটি কিলোমিটার দূরে অবস্থান করছে। কোনও সমস্যা ছাড়াই তা ভালোভাবে কাজ করে যাচ্ছে। ভয়েজার ২ নিয়েও এতদিন নিশ্চিন্ত ছিল নাসা। সম্প্রতি তা বিঘ্ন ঘটেছে। তবে এই বিঘ্ন কাটিয়ে ওঠা যাবে বলেই মনে করছেন বিজ্ঞানীরা।
ভয়েজার ২ ইতিমধ্যেই অনেকগুলি কীর্তির স্বাক্ষর রেখেছে। সৌরজগতের চারটি বিশাল গ্রহের হালহকিকৎ তুলে ধরেছে ভয়েজার ২। বৃহস্পিতিতে ১৪তম চাঁদ আবিষ্কার করেছে। ইউরেনাসে ১০টি নতুন চাঁদ ও দুটি নতুন বলয় আবিষ্কার করেছে। নেপচুনেও পাঁচটি চাঁদ, চারটি বলয় ও একটি গ্রেট ডার্ক স্পট আবিষ্কার করেছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!