কমনওয়েলথ গেমস কি বন্ধের মুখে ?

0 0
Read Time:2 Minute, 10 Second

নিউজ ডেস্ক::কমনওয়েলথ গেমসের প্রয়োজনীয়তা ও প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠে গেছে। যেখানে অলিম্পিক আছে সেখানে এতো বিস্তর টাকা খরচ করে কেন আর কমনওয়েলথ গেমস? ইতিমধ্যে ২০২৬এর কমনওয়েলথ আয়োজন থেকে অস্ট্রিলিয়া সরে দাঁড়িয়েছে। বাজেট সমস্যার জন্য তারা সরে দাঁড়িয়েছে। সিদ্ধান্তের পিছনে ভিক্টোরিয়ার পরিষ্কার কথা, কমনওয়েলথ আয়োজন করে লাভ নেই, তাই এত টাকা খরচের প্রয়োজনীয়তা নেই তাদের। প্রথমে ২ মিলিয়ন অস্ট্রেলিয় ডলার বাজেট ধরা হলেও পরে সেটা গিয়ে দাঁড়ায় ৭ মিলিয়ন ডলারে। এর পরে প্রশ্ন উঠেছে,তাহলে কী ভবিষ্যতে কমনওয়েলথ গেম প্রশ্নের মুখে!

ক্রীড়া বিশেষজ্ঞরা বলছেন,
২০১৯ সাল থেকেই বোঝা গিয়েছিল কমনওয়েলথ গেমসের ভাগ্য। সেই সময় থেকেই ২০২৬ সালের গেমস আয়োজনের জন্য কোনও দেশকে পাওয়া যায়নি। সদস্য অনেকে হলেও কেউ আয়োজনে এগিয়ে আসতে চায়নি। ২০২২ সালের কমনওয়েলথ গেমস আয়োজনের কথা ছিল ডারবানের, কিন্তু সেই শহরের সমস্যার জন্য তারা সরে দাঁড়ায়। তখন এগিয়ে আসে ব্রিটেনের দ্বিতীয় শহর বার্মিংহাম।

তবে তারা বাদে আর কেউ আয়োজনের জন্য আগ্রহ দেখায়নি। অলিম্পিক্সের পর দ্বিতীয় স্পোর্টিং ইভেন্টে এই অবস্থার ইঙ্গিত তখনই পাওয়া গিয়েছিল। এরপর ২০২৬ সালের জন্য অস্ট্রেলিয়াকে দায়িত্ব দেওয়া হলেও তারা সরে যায়। ২০৩০ সালে কানাডায় গেমস আয়োজন করা হতে পারে বলে খবর। কারণ সেই সময় গেমসের ১০০ বছর হবে। তবে সংশয় দেখা দিচ্ছে এই খেলার ভবিষ্যৎ নিয়ে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!