ইডেনের ড্রেসিংরুমে আগুন

0 0
Read Time:4 Minute, 21 Second

নিউজ ডেস্কঃ ইডেন গার্ডেন্সের ড্রেসিংরুমে আগুন। গতকাল রাতের ঘটনা। দমকলের ২টি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। সে কারণে বড় ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে।

যদিও এই ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে ক্রিকেটের নন্দনকাননের অগ্নি নির্বাপন ব্যবস্থা। সবচেয়ে বড় বিষয়, এমন কাণ্ড ঘটেছে ক্রিকেটারদের ড্রেসিংরুমে।

ইডেনে সম্প্রতি ঘুরে গিয়েছে আইসিসির প্রতিনিধিদল। ছিলেন বিসিসিআই ও সম্প্রচারকারী সংস্থার প্রতিনিধিরা। তাঁরা মাঠের পরিকাঠামো দেখার পাশাপাশি গিয়েছিলেন ড্রেসিংরুম, কর্পোরেট বক্স-সহ বিভিন্ন জায়গায়। ইডেনের প্রস্তুতি দেখে সন্তোষ প্রকাশ করেন। কয়েকটি বিষয়ের বন্দোবস্ত করতে সিএবিকে বলে গিয়েছে সেই প্রতিনিধিদল।

সেদিনই সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ফের আইসিসি প্রতিনিধিদল ইডেন পরিদর্শনে আসবে। তার আগেই পরিকাঠামোগত যাবতীয় প্রস্তুতি আমরা সেরে ফেলব। চলতি মাসের মধ্যেই ইডেনের সংস্কারকাজ শেষ করার পরিকল্পনা রয়েছে সিএবির। যদিও ড্রেসিংরুমের অগ্নিকাণ্ডের ঘটনা বেশ কিছু প্রশ্ন তুলে দিল।
ইডেনের যে ড্রেসিংরুমে আগুন লেগেছে সেটি ভিজিটিং টিমের ড্রেসিংরুম। যেমন ভারতের খেলা হলে প্রতিপক্ষ দল যে ড্রেসিংরুমে থাকে, কিংবা বাংলা বা পূর্বাঞ্চলের খেলা হবে প্রতিপক্ষরা যেটিতে থাকে সেখানেই আগুন লাগে। সংস্কারেরই কাজ চলছিল ড্রেসিংরুমে। মিস্ত্রীরা কাজ করছিলেন। ফলস সিলিং থেকেই প্রথম আগুন ও ধোঁয়া দেখা যায়।

রাত ১১টা ৫০ মিনিটে আগুন লাগে। খবর পেয়েই দ্রুত পৌঁছে যান দমকলকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশি সময় লাগেনি। যেহেতু ড্রেসিংরুমে কাজ চলছিল, ফলে সেখানে বেশি সরঞ্জাম ছিল না। ক্রিকেটীয় কিছু সরঞ্জাম পুড়ে গিয়েছে। তবে আগুন নেভাতে দেরি হলে বড় ক্ষয়ক্ষতির সম্ভাবনা ছিল। শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে প্রাথমিক অনুমান।

ইডেনে ম্যাচের আগে নিরাপত্তা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখা হয়। বিশ্বকাপের ম্যাচ হবে অক্টোবরের শেষে। তার আগে সরেজমিনে খতিয়ে দেখা হবে পরিস্থিতি। কিন্তু সংস্কারকাজ চলার সময় আগুন লাগা সত্ত্বেও কেন দমকলকর্মীদের অপেক্ষায় থাকতে হলো তা নিয়ে উঠছে প্রশ্ন। তাহলে কি যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না ড্রেসিংরুমে?

শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র, আলোর ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে। ফলে অস্থায়ী কানেকশন নিয়ে কাজ চলতে পারে। বিপত্তি হয়ে থাকতে তা থেকেই। কীভাবে আগুন লাগল, কার গাফিলতি রয়েছে সেটা খতিয়ে দেখছে সিএবি। কিন্তু ক্রিকেটারদের ড্রেসিংরুমে এভাবে আগুন লাগা সব মহলের উদ্বেগ বাড়িয়েছে। ইডেনে সেমিফাইনাল-সহ মোট ৫টি ম্যাচ হবে। গতকালই সিএবির অনুরোধ মেনে কালীপুজোর দিনের ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্য়াচ একদিন এগিয়ে এনেছে আইসিসি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!