শিলিগুড়িতে স্থায়ী মালিকানার দাবীতে একদিনের বিধান মার্কেট বনধ

0 0
Read Time:2 Minute, 11 Second

নিউজ ডেস্ক::আজ শিলিগুড়ির দোকান মালিক যারা বিধান মার্কেটে দোকান করেছেন তারা শিলিগুড়িতে স্থায়ী মালিকানার দাবীতে একদিনের বিধান মার্কেট বনধ্ ডাকেন।আজ শিলিগুড়ির বিধান মার্কেটে সকাল থেকেই ছিল থমথমে মেজাজ। মালিকপক্ষ অনেক দিন থেকেই স্থানী দোকানের দাবীতে নিজেদের অবস্থান জানিয়ে দাবী রেখে আসছিলেন। তাই আজকের বনধ্ নিয়ে ছিল বিপুল সাড়া। গতকাল প্রায় সারাদিন ধরেই অনুরোধ করে আসছিলেন বিধান মার্কেট ব্যাবসায়ী সমিতির সদস্যরা।

আজকে তারা জানান যদি তারা তাদের দাবী না শোনেন তবে আমরন অনশনে নামতে বাধ্য হবেন।এদিন সকাল থেকেই মিছিল শুরু করেন বিধান মার্কেটের ব্যাবসায়ী সমিতির সদস্যরা।সাথে মিছিলে যোগ দেন কর্মচারীরা। প্রত্যেকের দাবী এস জেডি একে তাদের দাবী মেনে নিয়ে তাদের প্রত্যেককে একক মালিকানা দিতে হবে। এসজে ডি এর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী জানান আমার যেটা কাজ আমি অবশ্যই করব।তবে কোন অন্যায় দাবী আমি মেনে নেব না।

আমার নিজের হাতে যতটা ক্ষমতা আছে সেইটুকু ক্ষমতা দিয়ে আমি আমার দায়িত্ব পালন করব। অন্যদিকে শিলিগুড়ি বিধান মার্কেট ব্যাবসায়ী সমিতির সভাপতি বাপি সাহা জানান এটা আমাদের ন্যায্য পাওনা আর সেটা আমরা আদায় করেই ছাড়ব। আমাদের দাবী আমাদের সম্পুর্ন মালিকানা দিতে হবে। যাতে ভবিষ্যতে আমাদের কোন ধরনের সমস্যা নিয়ে চলতে না হয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!