কোহলির টিপসে মজে দীপিকাও

0 0
Read Time:4 Minute, 12 Second

নিউজ ডেস্কঃ বরাবরই ওয়েস্ট ইন্ডিজে খেলতে ভা‌লোবাসেন বিরাট কোহলি। বিদেশের প্রিয় মাঠগুলির তালিকায় অ্যাডিলেড, জোহনেসবার্গের মতোই আছে অ্যান্টিগা বা পোর্ট অফ স্পেনও। ২০১১ সালে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ডোমিনিকাতেই টেস্টে অভিষেক হয়েছিল কিং কোহলির। তাই এই দেশের প্রতি আলাদা আবেগ রয়েছে বিরাটের। সম্প্রতি খেলার সূত্রেই ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিলে‌ন কোহলি।

ক্রিকেটের স্বার্থে কড়া ডায়েটের মধ্যে থাকলেও কোহলি কিন্তু যথেষ্টই খাদ্য রসিক। স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে ছুটিতে কাটাতে বিদেশে গেলেই ডায়েটের মধ্যেই রসনার স্বাদ নেন। ব্যতিক্রম হয়নি সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সফরেও। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেললেও, একদিনের সিরিজে প্রথম ম্যাচ বাদ দিয়ে নামতে হয়নি কোহলিকে। টি টোয়েন্টি সিরিজে দলেই ছিলেন না।

ফলে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে কিছুটা সময় কাটানোর অবকাশ রান কোহলি। তাঁর সঙ্গে ছিলেন বলিউড অভিনেত্রী তথা স্ত্রী অনুষ্কাও। ওয়েস্ট ইন্ডিজে গেলে খাদ্য রসিকদের জন্য বিরাট পরামর্শ দিলেন কোহলি। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সেরা খাবারের ঠিকানা বলে দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক।
শুক্রবার ইনস্টাগ্রামে একটি হোটেলের মেনু বোর্ডের সামনে অনুষ্কার সঙ্গে তোলা ছবি পোস্ট করেছেন বিরাট।

এই ছবিতে ক্যাজুয়াল লুকে এবং হাসি মুখে দেখা যাচ্ছে তারকা দম্পতিকে। এই ছবির ক্যাপশনে বিরাট ক্যাফেটির নাম দিয়ে লিখেছেন, ‘বার্বাডোজে অবশ্যই আসুন এখানে, বেশ কিছু ভালো খাবার এর আগে আমরা কখনও খাইনি।’ অনেকেই বিষয়টিকে প্রমোশনমূলক পোস্ট হিসাবেই দেখছেন।

কোহলির টিপসে মজে আরও এক বলি অভিনেত্রীও।বিরাটের এই পোস্টে লাইক করেছেন দীপিকা পাড়ুকোন। তবে এরআগে মু্ম্বইতে কিশোর কুমারের বাংলোতে রেস্তোঁরা চালু করেছেন বিরুষ্কা। শুধু মুম্বই নয় দিল্লি, কলকাতার মতো একাধিক শহরে রেস্তোঁরা রয়েছে বিরাট অনুষ্কার। এবার বিদেশের মাটিতেও কী রেস্তোঁরা চালু করলেন কোহলি?
আপাতত এশিয়া কাপের প্রস্তুতিতে মগ্ন বিরাট। একদিনের ফর্ম্যাটে যতবার এশিয়া কাপ খেলেছেন, ভালো পারফরম্যান্স দেখিয়েছেন বিরাট কোহলিএশিয়া কাপে এখনও পর্যন্ত ১১টি ওডিআই ম্যাচ খেলে ৬১৩ রান করেছেন বিরাট কোহলি। এই টুর্নামেন্টে ওডিআই ফর্ম্যাটে তাঁর ব্যাটিংয়ের গড় ৬১.৩০।

এবারের এশিয়া কাপে ওডিআই ফর্ম্যাটে ১৩,০০০ রান পূর্ণ করতে পারেন বিরাট কোহলি
২৭৫টি ওডিআই ম্যাচ খেলে ১২,৮৯৮ রান করেছেন বিরাট কোহলি। এশিয়া কাপে তাঁর পক্ষে ১০২ রান করা কোনও ব্যাপারই নয়। ফলে এই টুর্নামেন্টেই ওডিআই ফর্ম্যাটে ১৩,০০০ রান পূর্ণ করতে চলেছেন কিং কোহলি, তা বলাই যায়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!