এশিয়া কাপের দল থেকে বাদ পড়ছেন তিনজন

0 0
Read Time:4 Minute, 0 Second

নিউজ ডেস্কঃ এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ শেষ হওয়ার পরই এবার ফোকাসে বিশ্বকাপের ভারতীয় দল। আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করতে হবে। তবে একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদমাধ্যমের খবর অনুসারে ইতিমধ্যেই ভারতীয় দল চূড়ান্ত হয়ে গিয়েছে। নির্ধারিতচ সময়েই তা ঘোষণা করে দেওয়া হবে।

শনিবার ক্যান্ডিতে বৃষ্টির কারণে ভেস্তে যায় ভারত পাকিস্তান ম্যাচ। এই ম্যাচের পরই নির্বাচক প্রধান অজিত আগরকর বৈঠকে বসেন কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে। সেখানেই ১৫ সদস্যের স্কোয়াড বেছে নেওয়া হয়েছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। এশিয়া কাপের দল থেকে কয়েকজন ক্রিকেটার বাদ পড়তে চলেছেন।

এশিয়া কাপে ১৭ জনের স্কোয়াড হলেও বিশ্বকাপে হবে ১৫ জনের। ফলে কয়েকজনকে বাদ পড়তেই হবে তা সহজেই ছিল অনুমেয়। তিলক ভার্মা, সঞ্জু স্যামসন, প্রসিদ্ধ কৃষ্ণা এই তিন ক্রিকেটার যারা বর্তমানে এশিয়া কাপের দলে রয়েছে তাঁরা বিশ্বকাপের দলে ব্রাত্যই থাকতে চলেছে‌ন। কেএল রাহুলকে নিয়ে সবুজ সংকেত দিয়েছে মেডিকেল টিম। ফলে বিশ্বকাপের দলে থাকতে চলেছে কর্ণাটকী তারকা। একইসঙ্গে দ্বিতীয় উইকেটরক্ষক হিসাবে থাকবে‌ন ঈশান কিষাণ।

ব্যাটিং বিভাগে রোহিত, বিরাট, গিল, শ্রেয়স, সূর্যকুমার থাকছেন সঙ্গে নেওয়া হচ্ছে চার অল রাউন্ডারকে। পাণ্ডিয়া, জাদেজা, অক্ষর প্যাটেলের সঙ্গে দলে রাখা হচ্ছে শার্দূল ঠাকুরকে। পেস আক্রমণে থাকছেন বুমরাহ, শামি, সিরাজ। স্পিন অ্যাটাকের দায়িত্বে থাকবেন কুলদীপ যাদব। চাহালকে এবারও ব্রাত্য রাখা হচ্ছে। ৪ তারিখ সন্ধ্যায় বৈঠকে বসতে পারে নির্বাচক কমিটি, তারপরই চূড়ান্ত ঘোষণা হতে পারে।

এশিয়া কাপের পর ওডিআই বিশ্বকাপের প্রস্তুতির অঙ্গ হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই সিরিজ খেলবে ভারতীয় দল। ওডিআই বিশ্বকাপের দলে যাঁদের রাখা হবে, তাঁরাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলবেন।
এশিয়া কাপের জন্য ১৭ দলের দল ঘোষণা করেছে বিসিসিআই। তবে বিশ্বকাপে ১৫ জনের দল ঘোষণা করতে হবে। অতিরিক্ত ঝুঁকি না নিয়ে দুই রিজার্ভ ক্রিকেটারকেও দলে রাখার চিন্তাভাবনা করছে বিসিসিআই।

২০১১ সালে ঘরের মাঠে বিশ্বকাপ জিতেছিল ভারত। তারপর থেকে বিশ্বকাপে ট্রফি আর হাতে তুলতে পারেননি কোনও ভারত অধিনায়ক। এবারও কিন্তু রোহিত শর্মার দলকে নিয়ে রয়েছে প্রত্যাশার পারদ। তারপর ঘরের মাঠে খেলা হয় বাড়তি সুবিধা পাবে রাহুল দ্রাবিড়ের দল। এখন থেকেই ২০১১ সালের স্মৃতি অনেকের মনে এখন থেকে উঁকি দিতে শুরু করেছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!