“‘ইন্ডিয়া’ যদি বদলে যায় ভারতে, তাহলে কি ভারত বদলে যাবে বিজেপিতে”: অরবিন্দ কেজরিওয়াল

0 0
Read Time:6 Minute, 33 Second

নিউজ ডেস্ক::’ইন্ডিয়া’ যদি বদলে যায় ভারতে, তাহলে কি ভারত বদলে যাবে বিজেপিতে! এ প্রশ্নই তুলে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি দেশের নাম ইন্ডিয়ার পরিবর্তে ভারত করার আলোচনার তীব্র বিরোধিতা করেছেন। সেইসঙ্গে তাঁর সওয়াল, বিরোধী মহাজোটের ইন্ডিয়া মঞ্চের নাম যদি পরিবর্তন হয়ে ভারত হয়, তাহলে কি করবে কেন্দ্র?

এরপরই তাঁর সওয়াল ইন্ডিয়া জোট যদি নাম পরিবর্তন করে ভারত রাখে, তাহলে কি দেশের নাম বিজেপি হয়ে যাবে? কেজরিওয়ালের কথায়, যেহেতু বিরোধী জোটের নাম ইন্ডিয়া রাখা হয়েছে ভীতসন্ত্রস্ত হয়ে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার দেশরে নাম পরিবর্তন করতে তৎপর হয়েছে।

কেন্দ্রে এমন একটা সরকার রয়েছে, যাঁরা দেশের নামই বদলে দিতে চায়। ইন্ডিয়া নামের পরিবর্তে ভারত করতে চাওয়ার তীব্র বিরোধিতা করেন দিল্লির মুখ্যমন্ত্রী। আর এই মর্মেই তিনি বিজেপিকে তীব্র খোঁচা দিয়েছেন। তিনি বলেন, তাহলে বিরোধী জোটের নামবদল হয়ে ভারত হলে তো দেশের নাম পরিবর্তন করে বিজেপি করতে হবে।

কেননা বিরোধী মহাজোট কখনই তাদের মঞ্চের নাম ভুলেও বিজেপি করবে না। এদিন জি২০ সম্মেলনে আমন্ত্রণপত্রে দেশের নাম ভারত লেখা হয়েছে ইন্ডিয়ার পরিবর্তে। অরবিন্দ কেজরিওয়াল বলেন, এই দেশ ১৪০ কোটি মানুষের। এখানে কোনও একটি দলের দেশ আছে? কাল যদি ইন্ডিয়া অ্যালায়েন্স তার নাম পরিবর্তন করে তখন কী করবে কেন্দ্রীয় সরকার?

কেজরিওয়াল বলেন, ভারত এক হাজারেরও বছরের পুরকো একটি দেশ। এ দেশরে সংস্কৃতি অনেক পুরনো। সেই সংস্কৃতি, ঐতিহ্যকে ভাঙতে চাইছে বিজেপি। বিজেপি মনে করে, যেহেতু বিরোধী জোটের নাম হয়ে ইন্ডিয়ার নামে, সেহেতু তাদের ভোটে থাবা বসবে। তাই ভারতের নাম পরিবর্তন করে দেওয়ার তোড়জোড় শুরু হয়েছে।

কেজরিওয়াল বলেন, দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। দেশরে সংস্কৃতিকেও তারা মানছে না। দেশের ঐতিহ্যকে পদদলিত করছে। ইন্ডিয়া জোটে ভয় পেয়ে এসব করছে বিজেপি। বিজেপির শেষের দিনের শুরু হয়ে গিয়েছে। নাম পরিবর্তনের ভাবনাই তার প্রমাণ। ভারতবাসী তা মেনে নেবে না।

“‘ইন্ডিয়া’ যদি বদলে যায়lবিজেপিতে”: অরবিন্দ কেজরিওয়াল

নিউজ ডেস্ক::‘ইন্ডিয়া’ যদি বদলে যায় ভারতে, তাহলে কি ভারত বদলে যাবে বিজেপিতে! এ প্রশ্নই তুলে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি দেশের নাম ইন্ডিয়ার পরিবর্তে ভারত করার আলোচনার তীব্র বিরোধিতা করেছেন। সেইসঙ্গে তাঁর সওয়াল, বিরোধী মহাজোটের ইন্ডিয়া মঞ্চের নাম যদি পরিবর্তন হয়ে ভারত হয়, তাহলে কি করবে কেন্দ্র?

এরপরই তাঁর সওয়াল ইন্ডিয়া জোট যদি নাম পরিবর্তন করে ভারত রাখে, তাহলে কি দেশের নাম বিজেপি হয়ে যাবে? কেজরিওয়ালের কথায়, যেহেতু বিরোধী জোটের নাম ইন্ডিয়া রাখা হয়েছে ভীতসন্ত্রস্ত হয়ে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার দেশরে নাম পরিবর্তন করতে তৎপর হয়েছে।

কেন্দ্রে এমন একটা সরকার রয়েছে, যাঁরা দেশের নামই বদলে দিতে চায়। ইন্ডিয়া নামের পরিবর্তে ভারত করতে চাওয়ার তীব্র বিরোধিতা করেন দিল্লির মুখ্যমন্ত্রী। আর এই মর্মেই তিনি বিজেপিকে তীব্র খোঁচা দিয়েছেন। তিনি বলেন, তাহলে বিরোধী জোটের নামবদল হয়ে ভারত হলে তো দেশের নাম পরিবর্তন করে বিজেপি করতে হবে।

কেননা বিরোধী মহাজোট কখনই তাদের মঞ্চের নাম ভুলেও বিজেপি করবে না। এদিন জি২০ সম্মেলনে আমন্ত্রণপত্রে দেশের নাম ভারত লেখা হয়েছে ইন্ডিয়ার পরিবর্তে। অরবিন্দ কেজরিওয়াল বলেন, এই দেশ ১৪০ কোটি মানুষের। এখানে কোনও একটি দলের দেশ আছে? কাল যদি ইন্ডিয়া অ্যালায়েন্স তার নাম পরিবর্তন করে তখন কী করবে কেন্দ্রীয় সরকার?

কেজরিওয়াল বলেন, ভারত এক হাজারেরও বছরের পুরকো একটি দেশ। এ দেশরে সংস্কৃতি অনেক পুরনো। সেই সংস্কৃতি, ঐতিহ্যকে ভাঙতে চাইছে বিজেপি। বিজেপি মনে করে, যেহেতু বিরোধী জোটের নাম হয়ে ইন্ডিয়ার নামে, সেহেতু তাদের ভোটে থাবা বসবে। তাই ভারতের নাম পরিবর্তন করে দেওয়ার তোড়জোড় শুরু হয়েছে।

কেজরিওয়াল বলেন, দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। দেশরে সংস্কৃতিকেও তারা মানছে না। দেশের ঐতিহ্যকে পদদলিত করছে। ইন্ডিয়া জোটে ভয় পেয়ে এসব করছে বিজেপি। বিজেপির শেষের দিনের শুরু হয়ে গিয়েছে। নাম পরিবর্তনের ভাবনাই তার প্রমাণ। ভারতবাসী তা মেনে নেবে না।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!