সাতদিন ধরে হাওড়া ডিভিশনে বাতিল বহু ট্রেন

0 0
Read Time:3 Minute, 24 Second

নিউজ ডেস্কঃ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত কাজ চলছে! মাঝে পরিষেবা শুরু হয়। কিন্তু আগামীকাল শনিবার থেকে ফের কাজ শুরু হবে রামপুরহাট (RAMPURHAT)-ছাতরা (CHATRA) লাইনে।

আর সেই কাজের জন্যে ফের একবার বিঘিত হবে রেল (Indian Rail) পরিষেবা। আগামী সাতদিন ধরে ওই লাইনে একাধিক কাজ করা হবে। আর সেজন্যে আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়া একাধিক ট্রেনকে ঘুরপথে চালানো হবে। এমনটাই পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে।

রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, রামপুরহাট (RAMPURHAT)-ছাতরা (CHATRA) লাইনে কাজ হবে। সাতদিন ধরে কাজ হবে। আর ইন্টারলকিংয়ের কারনে একাধিক প্যাসেঞ্জার-মেমু ট্রেন বাতিল (List of Train Cancelled in Howrah) করা হয়েছে বলে রেলের তরফে জানানো হয়েছে।

শুধু তাই নয়, একাধিক দুরপাল্লার ট্রেন ঘুরপথে চালানো হবে বলে জানা গিয়েছে। আর এই কাজের জন্যে সমস্যায় পড়তে পারেন নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ।
বিশেষ করে কৌশিকী অমবস্যা উপলক্ষে বহু মানুষ এই সময় তারাপীঠ যান। রামপুরহাট লাইনে কাজ শুরু হলে সমস্যার মধ্যে পড়তে পারেন তাঁরা। যদিও কোনও সমস্যা হবে না বলেই দাবি করা হয়েছে রেলের তরফে।

বাতিল থাকবে মেমু/প্যাসেঞ্জার
রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী আজ ১৫ সেপ্টেম্বর থেকে রামপুরহাট থেকে 03094 ট্রেনটি বাতিল করা হয়েছে। আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত এটি বাতিল থাকবে বলে খবর।

১৬.০৯.২০২৩ থেকে ২২.০৯.২০২৩

রামপুরহাট থেকে 03084 ট্রেনটি বাতিল থাকবে
কাটোয়া থেকে: 03067 এবং 03083 ট্রেনটি বাতিল থাকবে
আজিমগঞ্জ থেকে: 03093 এবং 03068 ট্রেনটি বাতিল থাকবে বলে রেলের তরফে জানানো হয়েছে।
এছাড়াও বহু দূরপাল্লার ট্রেনকে আগামী সাতদিন ঘুরপথে চালানো হবে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে এই লিঙ্কে- List of Train Cancelled in Howrah- ক্লিক করতে হবে। তবে এই ট্রেন বাতিলের কারনে মানুষকে যে সমস্যার মধ্যে হবে তা মেনে নিয়েছে রেল। এজন্যে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে রেলের তরফে।

গোটা দেশজুড়ে রেল পরিষেবার মান উন্নয়ন করা হচ্ছে। ট্র্যাক সহ সিগন্যালিং, সমস্ত ক্ষেত্রে কাজ করা হচ্ছে। কাজ চলছে রাজ্যের একাধিক লাইনে। যদিও রামপুরহাট (RAMPURHAT)-ছাতরা (CHATRA) র থার্ড লাইনে কাজ চলছে বেশ কয়েকদিন ধরেই। মাঝে পরিস্থিতি স্বাভাবিক হলেও শনিবার থেকে ফের শুরু হবে কাজ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!