সুপারের নির্দেশে বিক্ষোভ নিরাপত্তারক্ষীদের

0 0
Read Time:1 Minute, 52 Second

নিউজ ডেস্কঃ পর্যাপ্ত লোক নেই তাই চব্বিশ ঘণ্টা অপারেশন থিয়েটার (ওটি) চালানোর জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার নীলাঞ্জন মন্ডল নির্দেশ দিয়েছিলেন হাসপাতালের নিরাপত্তারক্ষীরা ওটিতে কাজ করবে । এই ঘটনার প্রতিবাদে সোমবার “অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ” বলে বিক্ষোভ দেখায় নিরাপত্তারক্ষীরা । নিরাপত্তারক্ষী কার্তিক দাস বলেন, “সুপার বলেছে যা বলবো তাই হবে ওটিতে হেল্পার হিসাবে কাজ করবে নিরাপত্তারক্ষীরা ।

বিক্ষোভ দেখানোর সময় নয় তলায় সুপারের ঘরে সুপারভাইজার তরুণ গড়াইকে কলারে ধরে ভেতরে ঢুকিয়ে মারধর করে সুপার । পর্যাপ্ত লোক নেই বলে এক শিফ্ট কাজ করতে পারছে না আর সুপার বলছে তিন শিফ্টে অপারেশন থিয়েটার চালাবে ।” সুপার নীলাঞ্জন মন্ডল বলেন, “হাসপাতালে চব্বিশ ঘণ্টা ওটি চালানোর ব্যবস্থা করছি । নতুন স্টাফ নেওয়ার সুযোগ নেই । ওয়ার্ড থেকে তুলবো, নিরাপত্তারক্ষী থেকে ওয়ার্ড বয় করবো তারা ওটিতে চিকিৎসক নার্সের হেল্পার হিসাবে কাজ করবে । চব্বিশ ঘণ্টা অপারেশন থিয়েটার চালানোর জন্য আটজন লোক লাগবে কিন্তু আছে মাত্র তিনজন । কাউকে মারধর বা হেনস্থা করা হয় নি ।”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!