কিশোর কুমারের অমরতা এখনও সবার মনে

0 0
Read Time:4 Minute, 15 Second

নিউজ ডেস্কঃ আজ সেই সমস্ত মানুষের জন্য একটি বিশেষ দিন যারা কিনা  গানের মধ্যে খুজে পান এক অদ্ভুত আনন্দ ,আর তাও যদি আবার হয় কিশোর দার গলায় তাহলে তো কোনো কথাই নেই ,আর আজ আমরা সেই বিখ্যাত কণ্ঠস্বরের মালিক কিশোর কুমার নিয়েই কথা বলবো,আর সেটা কেনো ,আশা করি সেটা আর আপনাদের বলে দেওয়া লাগবে না।যে সকল ব্যাক্তি কিশোর কুমারের গানের ভক্ত তারা অবশ্যই জানাবেন আজই সেই দিন যে দিন কিশোর দা পাড়ি দিয়েছিলেন এক না ফেরার দেশে,আমাদের জন্য শুধু রেখে গিয়েছিলেন তার মধুর কণ্ঠস্বর যা এখনও ভাবায় আমাদের যে এত সুন্দর কণ্ঠস্বর কিভাবে কারো হতে পারে,তার আমাদের ছেড়ে চলে যাওয়া আমাদের এখনো ভাবায় আমরা কি সত্যিই তার খামতি মেটাতে পারবো।

আজ ১৩ই  অক্টোবর আজকের দিনেই কিশোর দা চির বিদায় জানিয়েছিলেন আমাদের সকলকে,তাই আজ আসুন আজ তার জীবনের বেশ কিছু তথ্য জেনে নেওয়া যাক তার এই মহা প্রয়াণ দিবসে। কিশোর কুমার শুধু মাত্র হিন্দি বা বাংলাতেই গান করেন নি ,তিনি গেয়েছিলেন একাধিক ভাষায় (মারাঠি,অসমীয়া,গুজরাটি, কন্নর, ভোজপুরি ,মালায়লাম,ওড়িয়া ও উর্দু) ভারতের প্রায় সমস্ত ভাষায় তিনি তার কণ্ঠস্বর এর জাদু দেখিয়েছেন । শুধু গানেই নয় কিশোর কুমার করেছিলেন অভিনয় বেশ কিছু হিন্দি ছবিতে,কখনো ছোট চরিত্রে আবার কখনো মুখ্য চরিত্রে। তার প্রথম ছবি শিকারি (১৯৪৬) যেখানে তার ভাই অশোক কুমার প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি প্রথম বার প্রধান চরিত্রে অভিনয় করেন চলচ্চিত্র আন্দোলন( ১৯৫১) ছবিতে।এছড়াও তার বেশ কিছু ছবি হলো লারকী,বাপ রে বাপ, চাকরি(১৯৫৪),মুসাফির(১৯৫৭) প্রভিতি। একজন অভিনেতা হিসেবে তার শেরস্থ সময়কাল ছিলো ১৯৫৪ থেকে ১৯৬৮ সালের মধ্য। এর পরেই শুরু হয় গায়ক কিশোর কুমারের পথচলা,আর তার পর তিনি কখনও পিছনে ফিরে তাকাননি,শুধু মাত্র আমাদের মন জয় করেছেন। আমরাই তখন তাকে কিশোর দা ,গানের সুরের রাজা নামে চিনে আসছি।তার এই সুন্দর কণ্ঠস্বরের জন্য তিনি ২৪ বার মনোনয়ন এর মধ্যে ৪ বার পুরুষ প্লেব্যাক সিঙ্গার হিসাবে ৪ বার ফিল্ম ফেওর আওয়ার্ড পেয়েছেন যা বর্তমানেও একটি রেকর্ড । তা ছাড়াও ১৯৮৫ সালে তিনি মধ্যপ্রদেশ সরকার দ্বারা লতা মঙ্গেশকর সম্মানে ভূষিত হয়েছেন । ১৯৯৭ সালে হিন্দি চলচ্চিত্রে অবদানের জন্য মধ্যপ্রদেশ সরকার ‘ কিশোর কুমার
পুরস্কার ‘ নামে একটি পুরস্কার চালু করে।

কিশোর কুমার এর বেশ কিছু জনপ্রিয় গান সেরা আধুনিক বাংলা গান গুলো-

০১. আমি যে কে তোমার
০২. আশা ছিল ভালোবাসা ছিল
০৩.আজ এই দিনটাকে
০৪.চিরদিনই তুমি যে আমার ০৫. এইতো জীবন
০৬.একদিন পাখি উড়ে যাবে ১৩.আমার পূজার ফুল
০৭. জানি যেখানেই থাকো
০৮.কি আশায় বাঁধি খেলাঘর
০৯. ওগো নিরুপমা
১০.সে যেন আমার পাশে

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!